Latest News

করোনা মোকাবিলায় আগামী একবছর ৩০% বেতন নেবেন না প্রধানমন্ত্রীসহ সব সাংসদ What's New Life 🇧🇩 বাংলাদেশ জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২৩, মৃত ১২ What's New Life চিংড়ি দিয়ে কুমড়ো-আলু-পটলের ঝোল What's New Life মুম্বাইয়ের একটি হাসপাতালে করোনা পসিটিভ ২৬ জন নার্স ও ৩ জন ডাক্তার What's New Life নিউইয়র্কে চিড়িয়াখানায় করোনাভাইরাস আক্রান্ত বাঘ 🐅 What's New Life 🇮🇳 ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, দেশজুড়ে করোনায় মৃত বেড়ে ১০৯ What's New Life 🇬🇧 শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বরিস জনসন What's New Life অসহায় কর্মহীনদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে বিলি করলেন বিদ্যুৎ দপ্তরের এক কর্মী What's New Life মাণিকলাল মেমোরিয়াল ফাউন্ডেশনের মানবিক প্রয়াস What's New Life সাপ্তাহিক লগ্নফল - ৫ থেকে ১১ এপ্রিল What's New Life

বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী রক্সি সিনেমা

বৃহস্পতিবারই শেষ শ্যো প্রদর্শিত হয়েছে রক্সি সিনেমা। হল ও সংলগ্ন সম্পত্তির মালিক কলকাতা পুরসভা হলেও একটি বেসরকারি সংস্থাকে তা লিজ দেওয়া ছিল। ওই বেসরকারি সংস্থাই রক্সি সিনেমা হল চালাত। লিজের মেয়াদ শেষ হওয়ার পর হলের মালিকানা নিয়ে শুরু হয় টালবাহানা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়, তারা আর রক্সি সিনেমা হল চালাতে আগ্রহী নয়। এই প্রেক্ষিতে পুরসভার কর্মীরা গিয়ে হলের দরজায় তালা দিয়ে আসেন। তবে হল সংলগ্ন বিভিন্ন দোকানের মালিক পুরসভার কাছে তাদের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছে। পরপর বেশকয়েকটি প্রেক্ষাগৃহ এভাবে বন্ধ হয়ে যেতে দেখল কলকাতাবাসী।

গতবছরেই বন্ধ হয়ে গিয়েছিল কলকাতার মিত্রা সিনেমাহল। তার আগে বন্ধ হয়েছিল এলিট সিনেমাহল। এবার সেই তালিকায় নাম উঠল রক্সির। ১৯৪৩ সালে মুক্তি পাওয়া ছবি ‘কিসমত’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। জানা যায় এই ছবিই রক্সিতে বসে সেইসময় দেখেছিলেন স্বয়ং নেতাজি সুভাসচন্দ্র বসু।১৯০৮-০৯ সালে অপেরা হাউজ হিসেবে পথ চলা শুরু করেছিল আজকের রক্সি। তখন তার নাম ছিল এম্পায়ার থিয়েটার। চল্লিশের দশকের শুরুতেই তা পরিবর্তিত হয়ে সিনেমা হলে পরিণত হয়। এই পেক্ষাগৃহে প্রথম প্রদর্শিত ছবির নাম ‘নয়া সংসার’। কিছুদিন আগেই হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল এই পেক্ষাগৃহটি। তারপরেও এমন ঐতিহ্যবাহী সিনেমাহল বন্ধ হয়ে যাওয়ায় বিতর্ক দানা বেঁধেছে।

Facebook Comments

KOLKATA WEATHER
Thappad Shubh Mangal jyada Saavdhan Bhoot Love Aaj Kal Porshu Love Aaj Kal (लव आज कल 2) Professor Shonku Bombshell The Grudge অসুর রবিবার Sanjhbati
What's New Life