Latest News

Students Sketch Mega Science Projects on Canvas What's New Life গোলাড সুশীলা হাইস্কুলের উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম দ্বি-শতবর্ষ স্মরণে সাইকেল যাত্রা What's New Life আসামে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ What's New Life মাঠে ফিরতে আরও সময় লাগবে শিখর ধাওয়ানের What's New Life জেনেভায় হানিমুনে সৃজিত-মিথিলা What's New Life দ্বিতীয় দিনে পড়লো ময়মনসিংহের পরিবহন ধর্মঘট What's New Life কন্যা সন্তানের বাবা হলেন কপিল What's New Life হোটেল রুমে অবিবাহিত দম্পতিরা থাকা কোনও অপরাধ নয় : মাদ্রাজ হাইকোর্ট What's New Life নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে এখনো পর্যন্ত ১৩ জন নিহত What's New Life শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সালমান খান What's New Life

বিদ্রোহী হামলায়​ কঙ্গোয়​ নিহত ১৯​

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বেনি শহরের কাছে আবারও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বুধবার (২৭ নভেম্বর) দিনগত রাতে বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সের (এডিএফ) চালানো হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু বেসামরিক নাগরিক।​

বিশ্লেষকদের মতে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা প্রদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যর্থতা নিয়ে জনগণের ক্ষোভ বাড়তে থাকার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, বুধবার সংঘর্ষ কবলিত বেনি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী একটি গ্রামে ঢুকে পড়ে এডিএফ সদস্যরা। মূলত তখনই এই গণহত্যা চালানো হয়।

অঞ্চলটির প্রশাসক ডোনাট কিবওয়ানা বলেছেন, ‘আমাদের কর্মীরা এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১৯টি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে। নতুন করে হামলার আশঙ্কায় আক্রান্ত পরিবারগুলোর সদস্যরা নিজেদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন।’
এলাকাটিতে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান এই প্রশাসক।

এর আগে গত রবিবার (২৪ নভেম্বর) রাতে শহরটিতে বিদ্রোহীদের চালানো হামলায় অন্তত আট বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়। যদিও ভয়াবহ এই হামলার জন্য স্থানীয় এডিএফ সদস্যরাই দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মূলত সেই ঘটনার পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে দাবি জানিয়ে​ বিক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার বাসিন্দারা। পরদিন শহরটিতে থাকা সংস্থাটির শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা চালালে কমপক্ষে চার বিক্ষোভকারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়।

ছবি সংগৃহিত

Comments

KOLKATA WEATHER
Pati Patni Aur Woh Panipat সাগরদ্বীপে যকেরধন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে 3 Knives Out Hotel Mumbai Bohomaan X Ray: The Inner Image Commando 3
What's New Life