অসম পুলিশের স্পেশাল ডিজিপি হরমিত সিং বুধবার বলেছেন যে দেশে মানব পাচারের বিষয়ে বুধবার সকাল থেকে এনআইএ সারা দেশে অভিযান চালাচ্ছে। এতে এ পর্যন্ত ৪৭ জন দালাল বা দালালকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাঠাতো। অভিযান এখনো চলছে। জাতীয় নিরাপত্তার বিষয় হওয়ায় আসাম সরকারের নির্দেশে এই মামলাটি এনআইএ হাতে নিয়েছিল।
#WATCH | Guwahati: Special DGP, Assam, Harmeet Sigh says, "Noticed a group of Rohingyas who were travelling in a train from Tripura and had entered Assam…450 such illegal infiltrators were stopped and turned back with the help of border guarding forces. There was an operation… pic.twitter.com/MoDIhoBreL
— ANI (@ANI) November 8, 2023
তিনি বলেন, এই দালাল ও মধ্যস্বত্বভোগীরা বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেছিলেন যে আসাম সরকারের অনুরোধে এনআইএ এই মামলাটি হাতে নিয়েছে। NIA এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে এবং আসাম পুলিশের 17 টি দল NIA কে সাহায্য করছে। এখনও পর্যন্ত ত্রিপুরা থেকে 25 জন, আসাম থেকে 5 জন, পশ্চিমবঙ্গ থেকে 3 জন, কর্ণাটক থেকে 9 জন, হরিয়ানা থেকে 1 জন, তামিলনাড়ু থেকে 3 জন এবং তেলেঙ্গানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হারপ্রীত সিং বলেন, ফেব্রুয়ারি মাসে আসামের করিবগঞ্জ জেলার পুলিশ একদল রোহিঙ্গাকে ধরেছিল, যারা ত্রিপুরা হয়ে বাংলাদেশ থেকে ট্রেনে আসছিল। এরপর আসাম পুলিশ তদন্তের পরিধি বাড়ালে ৪৫০ জনের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানো হয়। এরপর থেকে এর তদন্তের পরিধি বাড়ানো হয়।
Facebook Comments