Latest News

নির্বাচনী সমাবেশে অজ্ঞান হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি What's New Life একটি স্কুলে চাকরি হারিয়েছে ৩৬ জন শিক্ষক What's New Life মিয়ানমার থেকে দেশে ফিরলো ১৭৩ বাংলাদেশি What's New Life দেশের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে DRDO What's New Life Windows Production Unveils 🎶Title Track for 🎬"Dabaru" – A Musical Journey of Triumph What's New Life মণিপুরের কাংপোকপি জেলায় জাতিগত সহিংসতা, আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেতু What's New Life নতুন UPI আইডি দিয়ে সক্রিয় করা হবে Paytm পরিষেবা What's New Life প্রায় ২৬০০০ চাকরী বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার What's New Life Fateh Education announces partnership to expand educational opportunities for Indian students What's New Life প্রিজন ভ্যানে কেঁদে ফেললো শেখ শাহজাহান What's New Life

মুখোমুখি- সুদিপ্তা চক্রবর্তী

 

সামনে তোমার কোন কাজ পাচ্ছে দর্শক?

একটা একদম অন্যরকম কাজ করছি। ছবির নাম চেগু। পাভেল এর সঙ্গে কাজ। ডিরেক্টর নবমিতা। ১০/১২ বছরের বাচ্চা ছেলের গল্পও। একেবারে নিম্নবিত্ত পরিবারের ছেলে অভাব অনটনের মধ্যে বড় হতে থাকে ঐ বাচ্চা ছেলে। নিম্নবিত্ত বাচ্চারা খুব টাড়টারই বড় হয়ে যায়। অনেক কিছু তাড়াতাড়ি শিখে যেতে হয়। টাকা- পয়সা, অভাব- অনটন বেশ কইছি জিনিস শিখিয়ে দেয়। ঘটনাচক্রে চে গুয়েভারাকে আইডল ভাবতে শুরু করে এই বাচ্চাটি। খুব যে চেনে সে তা নয়। কিছু ছবি দেখেছে। কখনও মিছিলে, কখনও বা টি শার্টএ। টুপি পড়া একটা মানুষ। যেহেতু এই মানুষটি চুরুট খেত, বাচ্চাটিও শুরু করল চুরুট খেতে। কিন্তু তখনও সে জানে না কে চে গুয়েভারা।

পয়সার অভাবে বড় হচ্ছে এই বাচ্চা তখন হঠাৎ করেই মিল পেতে থাকে তাঁর সঙ্গে। পিছিয়ে পড়া জীবনে ফিরে পায় নিজের শক্তি। ঘুরে দাঁড়ায় সে। একদম অন্য রকম ছবি।

চেগুতে তোমায় কি ভাবে পাওয়া যাবে?

আগেই বললাম এই ছবির গল্পও। ধাপে ধাপে নিজেকে বড় করার গল্পও। আমি এই ছবিতে বাচ্চাটির মা। বাংলা ছবিতে এই প্রথম অভিনয় করছেন বিনয় পাঠক। এই প্রথমবার কোন আঞ্চলিক ছবিতে দেখতে পাওয়া যাবে তাঁকে। এটা আমার জন্য খুব ভালো খবর। যত ভালো অভিনেতার সঙ্গে কাজ করব তত নিজের অভিনয়ের দক্ষতা বাড়তে থাকে।

স্ট্রাগল এই শব্দটা তোমার জীবনে আজও কি প্রভাব ফেলে?

দেখ, ফ্রিলান্সার অভিনেতারা সব সময় স্ট্রাগল করে। মরগ্যান ফ্রিম্যান নামে একজন অভিনেতা আছে হলিউডে। তিনি বলেছিলেন একজন অ্যাক্টরের কাজ হল পরের কাজ খোঁজা। চেগু নিয়ে কাজ করছি, চেগু শেষ হয়ে গেলে প্রের কাজ কি হবে তা নিয়ে এখন থেকেই চিন্তা শুরু হয়ে গেছে। কারণ আমি চাকরি করিনা, আমি মাস মাইনা পাইনা। অভিনেতা অভিনেত্রী পিছনে একটা ট্যাগ লেগেই ঠাকে।ও এই চরিত্রে অভিনয় করে, ওকে এতে মানাবে। কলকাতায় এক্সপেরিমেন্ট করার জায়গা নেই। কেউ বেশি এক্সপেরিমেন্ট করতেই চায়না। টাই এই ভাবেই স্ট্রাগল চলতে থাকে। তবে স্ট্রাগল একদিক থেকে হয়না। জীবনের প্রত্যেক ধাপেই এই শব্দটাকে বয়ে নিয়ে চলতে হয়। যেহেতু এটাই আমার পেশা, টাই টাকার চিন্তাটা আসেই। কারণ বাংলা ছবির ইন্ডাস্ট্রি তে বাজেট কমছে। যে কোন ছবির আলোচনার প্রথম কথাই “আমাদের ছবির বাজেট কম”। আজ পর্যন্ত শুনিনি কেউ বলেছে “আমাদের অনেক বাজেট”। সেটাও একটা স্ট্রাগল। তারপর বাড়ি আছে, বেক্তিগত জীবন আছে। হাসি, কান্না, রাগ, অভিমান, দুঃখ সব আছে। একটা ক্রিয়েটিভ কাজের পিছনে অনেক কিছু থাকে। আমার বেক্তিগত জীবনে যাই হোক নাক কেন কাজের ক্ষেত্রে তা প্রকাশ পেলে চলবে না। আর এতদিন কাজ করার সুবাদে দর্শক দের একটা ভাবনা হয়ে গেছে, আমি যখন আছে তখন ছবির স্ট্যান্ডার্ড এই হবে। খুব যে কিছু ভেবে চিন্তে করি এমনটা নয়। হয়ে গেছে, তাই এখন কাজে হ্যাঁ করার আগে এই ছবিতে দর্শকদের এক্সপেকটেশন ঠিক রাখতে পারবো তো! এটা মাথায় আসে। নয়ত বাংলা ছবি কতই তো তৈরি হচ্ছে। প্রায়ই প্রতিদিনই নতুন ছবির কথা শুরু হচ্ছে। এটাও মস্ত বড় স্ট্রাগল।

কলকাতায় বাংলা ছবির অবস্থা কি রকম বলে মনে হয়?

এখন ছবি বানানটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, চারিদিক থেকেই ছবি বানানো হচ্ছে। আর যদি ফিচার ফিল্ম হয় তাহলে একে কলকাতায় এনে ফেলতে হয়। যে কোন ভাবে ছবি তৈরির প্রসেস কে কলকাতায় নিয়ে আস্তে হয়। ইনফাস্ট্রাকচার অনেক বেশি। টেকনোলজি অনেক উন্নত। তবে এখন মফরসলের ছেলে মেয়েরাও প্রচুর শর্ট ফিল্ম করছে। সেই দিক থেকে দেখতে হলে বাংলা ছবি অনেক হচ্ছে। এই যে “ডুব” তৈরি হয়েছে। এটাতো বাংলা ছবি। আমার দেখে গর্ব হয়। পার্নো ইরফান খানের সঙ্গে পাঠ করছে। ভালো অভিনেতার সঙ্গে কাজ করছে বাংলা ইন্ডাস্ট্রি। তবে খারাপ ভালো কথা গুলো ভীষণ আপেক্ষিক। অনেক সময়ই হয় কোন একটা ছবি দেখে রিভিউ এর রেজাল্ট খুব খারাপ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ছবির জন্য কত কমেন্ট, তাহলে ভালো, খারাপ এই কথা গুলো কি ভাবে আসে!

তুমি “সহজ পাঠের গপ্পো ” দেখে বলেছিলে এটা সকলের দেখা উচিত, সমর্থন করা উচিত। আজ টলিউড ইন্ডাস্ট্রি নিজেরা সিদ্ধান্ত নিয়ে শো টাইমের জায়গা করে দিয়েছে, কি বলবে?

শুধু বলব এটা অনেক আগে হওয়া উচিত ছিল। আমরা বাংলা ছবি করি কিন্তু সব বাংলা ছবির খোঁজ রাখিনা। আমরা যদি শুরু থেকেই এই খবর নিতাম, তাহলে ভালো ঘটনাই আরও আগে ঘটত।

মা, সুদিপ্তা আর অভিনেত্রী সুদিপ্তা কি ভাবে সব কিছু একসঙ্গে সামলায়?

হয়েই যায়। এই যে মা মেয়েকে রেডি করে বাইরে বের করল, আর এখন অভিনেত্রী সুদিপ্তা বসে ইন্টারভিউ দিচ্ছে। তবে যখন কাজের জন্য বেরোই, ও তো সব কথা বলতে পারে না কিন্তু মা বলে কাঁদতে থাকে। তখন ও কে “পাখি” “ভউ” দেখতে বারান্দায় নিয়ে যাওয়া হয় আর আমি পালিয়ে যাই।

বিগ বসে গিয়েছিলে, অভিজ্ঞতা কেমন? সবার সঙ্গে যোগাযোগ রয়েছে?

আমি একমাত্র বোধহয় মানুষ, যে বিগ বসে কিছু না জেনে গিয়েছিল। তবে সবার সঙ্গে যোগাযোগ নেই। আবার অনেকর সঙ্গে ওখানে গিয়ে আলাপ হয়, বরং তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। অনেকের সঙ্গে কাজের সূত্রে দেখা হয়েই যায়, তবে সব ঘটনা মনে নেই। কিন্তু দু একটা ঘটনা যা আমি কোন দিন ভুলতে পারবো না। তবে এমনটা নয় যে তারা অপরিচিত। এগুলো এক্সপেক্টেড ছিল। কারন তাদেরকে আগের থেকেই চিনতাম।

তোমার কাছে যদি বিগ বসে যাওয়ার সুযোগ হয়, আবার যাবে?

যদি আগের থেকে বেশি টাকা দেওয়া হয় যাবো আবার বিগ বসে। এখন ব্যাপারটা বুঝে গেছি । আমার যাওয়ার দুটো কারন ছিল। এক, সেই সময় আমার কোন কাজ ছিলনা। দুই, যে টাকা ওরা অফার করেছিল কলকাতার বাজারে কেউ অফার করবে না।

আমার যথেষ্ট কারন ছিল হ্যাঁ বলার জন্য। কারণ ওরা জানত এর আগে কোন রিয়্যালিটি শো তে যাইনি সেই সময় ওদের হ্যাঁ করেছিলাম কারণ ততদিনে আমি কয়েকটা নন ফিকশন শো বানিয়েছি। ক্যামেরার পিছনে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল কিন্তু এটা একদম আলাদা। আমি শিখতেও চেয়েছিলাম কি করে এই শোয়ের কাজ হয়। আমি জানতে চেয়েছিলাম ক্যামেরার পিছনে এখানে সত্যি কি হয়? কি করে এটা সম্ভব হচ্ছে।

তুমি বাঙাল না ঘটি?

আমি ঘটি, আমার শ্বশুরবাড়ি বাঙাল। খুব একটা পার্থক্য দেখিনা। ভাষার কিছু পার্থক্য আছে। রাতে শাশুড়ি মা যখন ফোন করেন, তখন বলেন “খাইসো? সোনা ঘুমাইসে?” এটা বেশ মজার লাগে। আর রান্নায় স্বাদের কিছু তফাৎ আছে।

খেলা দেখা হয়?

না, একদম হয় না। আর এখন তো আমি সময় পাইনা মেয়ের জন্য। আমি যদি চা খেয়েও রাখি তাহলে আরেকজন কাপটা তানবে। যা ছে সব উপরে তুলে রাখি। কত তালা চাবি দেব? কাল তালা না দিয়ে বেড়িয়ে গেছিলাম, ফিরে দেখি আমার মেয়ে সব বের করে রেখেছে। আমি আসতেই ও বলল “মা দেখো”। আবার টেনে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ড্রেসিং টেবিল শেষ। লিপস্টিক, হেয়ার ড্রায়ার সব শেষ।

(ছবি- কোয়েল পাল সিনহা)

Facebook Comments

www.webhub.academy
November 27, 2021

In conversation with Navya Jhunjhunwala

A conversation with New York based packaging and graphic designer, Navya Jhunjhunwala  about..

March 8, 2021

পরিবর্তনের প্রত্যাশায় অগ্রগামী নারী

আজ ৮ মার্চ, বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। যদিও যেকোন প্রগতিশীল সমাজে নারীর..

May 30, 2019

The Most Versatile, Dynamic, Eloquent Anchor In Our..

So starting with the most basic question. 1. What made you choose anchoring..

December 14, 2018

বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা

নাটক নির্মাণের সংখ্যা প্রতিবছরই বাড়ছে কয়েকশ করে। সেইসাথে নাটক দেখার মাধ্যমও বাড়ছে। টেলিভিশনে..

November 1, 2018

আমি তো ট্রেন্ড ফলো করি না, আমি ট্রেন্ড..

আপনি ভাবছেন, এই তো দুর্গা পুজো শেষ হল, আবার ফ্যাশন নিয়ে এখন কী..

August 18, 2018

কুয়াশা যখন ছবিতে অভিনয় করে আমার মনের অনেক..

আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক অভিষেক ও মিনাক্ষী’র প্রথম ছবি ‘কুয়াশা যখন’।..

July 27, 2018

সবকিছুই কোন একজনের দ্বারা পরিকল্পিত, ‘কুয়াশা যখন’ ছবি..

বাংলা সিনেমায় প্রথমবার ‘প্যারানরমাল লাভ’ নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক অভিষেক ও মিনাক্ষী।..

July 24, 2018

সিনেমাটা একটু সিরিয়াস একটা ইস্যু, অনিন্দ্য

অনিন্দ্য ব্যানার্জি। বাংলা সিনেমার অভিনেতা হিসেবে দর্শকদের কাছে অনেকদিন আগেই একটা আলাদা জায়গা..

July 21, 2018

ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা নিজস্ব ভাষা রয়েছে, চিরন্তন

টলিউডের নতুন সঙ্গীত পরিচালকদের মধ্যে এক অন্যতম নাম হল চিরন্তন ব্যানার্জী। গান গাওয়ার..

July 13, 2018

মানুষ হলমুখী নাহলে অদূর ভবিষ্যতে বাংলা সিনেমাকে দূরবীন..

টলিউডে নতুন এসেই বেশ সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা সন্দীপ ভট্টাচার্য। থিয়েটার, সিরিয়াল, মডেলিং-এর..

July 7, 2018

অপর্ণা সেনের সাথে কাজ করতে চাই, অনিন্দিতা

অনিন্দিতা সরকার। দীর্ঘদিন ধরে বাংলা ধারাবাহিকের এক অত্যন্ত পরিচিত মুখ। অনেক মেগা সিরিয়ালে..

June 30, 2018

কেউ ফুচকা অফার করলে তার সাথে ঘুরতে যেতে..

টলিউডে নতুন এসেই বেশ সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার। টলি পাড়ার নিউকামারদের..

June 24, 2018

মানুষকে ভালো গান উপহার দিতে চাই, শুভলক্ষী

কলকাতায় প্লেব্যাক মহিলা কণ্ঠে নতুন এসেই বেশ সাড়া ফেলে দিয়েছেন গায়িকা শুভলক্ষী দে।..

June 23, 2018

যে কোন প্রফেশনেই শিক্ষাটা খুব জরুরী, রুনা লাহা

দীর্ঘদিনের সফল মডেল। ভারতবর্ষের প্রায় সমস্ত ফ্যাশন উইকের র‍্যাম্পেই তিনি হেঁটেছেন। বিখ্যাত সমস্ত..

June 20, 2018

আর মাধবনের সাথে কাজ করতে চাই, স্বরলিপি

একসময় অভিনয় করেছেন চুটিয়ে। গত কয়েক বছর ধরে অভিনয় থেকে বিরতি নিয়ে শুরু..

June 15, 2018

টলিউডে নিজের ভীত পোক্ত করতে ‘শর্টকাট’ কেই পাখির..

বাংলাদেশে ৯৫ টি ছবি করে ফেলার পর পরিচালক সুবীর মন্ডলের ছবি ‘শর্টকাট’ দিয়ে..

May 12, 2018

অনেক প্রতিবন্ধকতার সম্মুখিন হয়েও পিছিয়ে যাননি বাঙলার এই..

শহরতলি থেকে মহানগর, শুনতে সহজ লাগলেও সফরটি সহজ নয়, মায়ের স্বপ্নকে সত্যি করে..

May 5, 2018

বাবা বলেছেন “সেই বড় ম্যাজিশিয়ান হবে, যিনি সকলের..

জাদু পরিবারে জন্ম, বড় হয়ে পিছনে তাকালে কি মনে হয়? ম্যাজিক পরিবারে বড়..

April 28, 2018

“আমি চাই স্প্যানিশ-এ নিয়ে আসতে কবিগুরুকে”- কারলিতা মোহিনী

বাবা ভারতীয়, মা ব্রাজিলিয়ান। দুই সংস্কৃতিতে বড় হওয়া। বড় হওয়াটা কেমন ছিল? সাউথ..

April 21, 2018

আমি ছোটবেলা থেকে ভূতে খুব ভয় পাই- অঙ্কিতা..

অঙ্কিতা আজকের অঙ্কিতা মজুমদার কিভাবে হল? আমি এইটুকু মানি আমি আজ যে জায়গাতেই..

April 14, 2018

“অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি একটু সেন্টুতে আঘাত দিলে..

আই সি সি আর তখন পুরো ভর্তি। মুক্তি পেল শ্রী এর সিডি “এস..

April 13, 2018

তারকা শেফদের চোখে তাদের পয়লা বৈশাখ

পয়লা বৈশাখ মানে বাঙালিয়ানা । বাংলাকে নতুন ভাবে খুঁজে পাওয়া। বাঙালি আর পয়লা..

April 7, 2018

“ইচ্ছে আমার আকাশ পেরোই, ইচ্ছে আমার তারার পাড়ায়..

সাদা বাড়িটাতে ঢুকলেই প্রথমেই মন কেড়ে নেবে বাড়ির উঠোন। নিখাদ অক্সিজেন। বাড়ির আনাচে..

March 30, 2018

নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হয়ে ওঠা

অভিনয়ে আসা কি ভাবে? আমি নাচ করতাম। এখনও করি। নাচ করতে খুব ভালোবাসতাম।..

March 17, 2018

হিন্দি ছবির সঙ্গে বাংলা ছবির কোন তুলনা হয়না..

অ্যাঙ্কর থেকে অ্যাক্টর, কেমন এই জার্নি টা? আমার প্রথম কাজ অভিনেতা হিসেবেই। তবে..

March 7, 2018

কেউ একজন ফোন করে বলেছে আমি হাঁটতে পারিনা..

দেব, RJ দেব কি ভাবে হল? RJ কিভাবে হলাম সত্যি জানিনা। আমি চাকরি..

March 5, 2018

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরারকে দেখে নিজেকে অনুপ্রাণিত করছেন..

সেকেন্ড-বয়দের কেউ মনে রাখবে না, সতীর্থদের বললেন ইস্টবেঙ্গলের অধিনায়ক। ফুটবলারদের শরীরী ভাষাতে যুদ্ধজয়ের..

March 2, 2018

পুরো কথা হয়ে যাওয়ার পর বুঝেছি সে কলেজের..

RJ হওয়ার পথটা কেমন ছিল? আমি যে RJ হব এটা আমি আগে ভাবিনি।..

February 26, 2018

ছোট্ট নীলাম চেয়েছিল রাজমিস্ত্রি আর আইসক্রিম ওয়ালা হতে

আকাশবাণী থেকে Red FM-এর RJ, জার্নি টা কেমন ছিল? যেই সময় কাজ শুরু..

February 22, 2018

প্রফেশন সম্পর্কে জানার পর শ্রদ্ধা বাড়ল কাজের প্রতি-..

RJ এই শব্দটা তোমার কাছে কি? অ্যাঙ্কারিং করতেই যাচ্ছিলাম। অ্যাঙ্কারিং তো মজাতেই করতাম।..

February 17, 2018

“এরকম হয়েছে আমি অনুষ্ঠান করছি ফোন এসেছে আমার..

RJ হবে এটা কি আগে থেকে ভেবে ছিলে? একদম না। তখন আমি কলেজে..

February 8, 2018

যুক্তি দিয়ে লেখাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে :..

কেমন আছেন? : আমি ভালো আছি। আশা করি আমরা সকলেই ভালো আছি। আপনার..

February 6, 2018

"কলকাতায় আজও Groupism আছে, কাজ পেতে গেলে কোনও..

জন্ম কলকাতাতে, কাজের সূত্রে পাড়ি দেওয়া মুম্বাই। সেখানেই শুরু হয় স্ট্রাগল। লক্ষ একটাই,..

January 26, 2018

Republic Day Special Interview

চিত্রপরিচালক মনোজ মিচিগান: ছোটবেলা থেকে ২৬ শে জানুয়ারি মানে ছুটির দিন। সঙ্গে ইমোশন..

January 25, 2018

বাণিজ্যিক ছবিগুলোর জন্য আমি প্রস্তুত নই : ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা আহমেদ। প্রয়াত বরেণ্য অভিনেতা বুলবুল আহমেদের কন্যা। দীর্ঘ বিরতির পর আবারও শোবিজে..

December 26, 2017

আজীবন মৌলিক লেখা লিখে যেতে চাই : ইকবাল..

 ইকবাল খন্দকার। বাংলা সাহিত্যের একজন পরিচিত মুখ। বিভিন্ন জাতীয় পত্রিকাতে অনেকদিন ধরেই নিয়মিত..

October 18, 2017

"দীর্ঘ সময় থিয়েটার করেছি। চাকরি ছেড়েছি। প্রায় ৭..

কোনটা বেশি চ্যালেঞ্জিং? প্রথম দিককার কষ্ট নাকি টিকে থাকার জন্য লড়াই? কোনটাই নয়।..

October 18, 2017

স্বপ্ন তো থাকেই, স্বপ্ন ভেঙেও যায় তবে আবার..

পুজোর দিনগুলো আপনার কেমন কাটে? সাধারনত পুজো  বেশ ব্যস্ততাতেই কাটে। বেশ কিছু ছবির..

September 18, 2017

“মহালয়া” কি করছেন তারকারা এই দিনে, আর আগেই..

August 14, 2017

১৫ই আগস্ট। তারকারা কী করছেন এই দিনে, কী..

KOLKATA WEATHER
www.webhub.academy
Rocky Aur Rani Kii Prem Kahaani Surongo Movie Ratings Oppenheimer Ajmer 92 Movie Ratings Satyaprem Ki Katha Ardhangini