সালটা ছিল ২০১১। ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক ধোনি। তখনও তিনি জানতেন ঠিক ৭ বছর পর এই দিন তার মুকুট জুড়বে আরও এক পলক। পদ্মভূষণ সম্মান পেলেন মহেন্দ্র সিংহ ধোনি। রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের হাত থেকে পুরস্কার নিলেন ক্যাপ্টেন কুল। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন তিনি। একদিনের ক্রিকেটে ফের বিশ্বজয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বজয়ের ঠিক সপ্তম বর্ষপূর্তিতে পদ্মভূষণে ভূষিত হলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই তাঁকে অভিনন্দন জানান তারকারা।
Photograph by- mahendra singh dhoni twitter
Comments