পাকিস্তানকে ক্রিকেটে অধিনায়ক হিসাবে একদিন বিশ্বসেরার মুকুট এনে দিয়েছিলেন। সেই ইমরান খানই এবার হতে যাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে জাতীয় রাজনীতির সর্বোচ্চ মসনদে। উপমহাদেশের প্রথম কোনো ক্রীড়াবিদ হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার নজির সৃষ্টি করতে চলেছেন ‘কিং খান’। ফের একবার প্রমাণ হয়ে গেল, তিনি শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও দারুণ সপ্রতিভ এক অধিনায়ক। নতুন ইনিংস শুরু করার আগে ৬৫ বছর বয়সী ইমরানকে ঘিরে তাই আবেগে উদ্বেল তামাম বিশ্বের ক্রীড়ামহল।
বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে তাই তিনি অনেকটাই এগিয়ে। নির্বাচনে জিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। অতীতে পাকিস্তানের রাষ্ট্রপতিরা এভাবেই দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। কিন্তু এবার ইমরান করলেন সেই কাজটাই। সেখানেই প্রতিবেশী ভারতের উদ্দেশে সন্ধির বার্তা দেন ইমরান খান। পাকিস্তানের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী জানান, কাশ্মীর সহ অন্যান্য সমস্ত সমস্যা সমাধানে ভারত যদি এক কদম এগোয়, সমস্যার সমাধানে তাঁর দেশ দুই কদম এগিয়ে আসবে। সেই ভাষণে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, আলোচনা ছাড়া অন্য কোনও ভাবে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন ভারত এবং পাকিস্তানের মূল সমস্যা হচ্ছে আলোচনা না করে পরস্পরকে দোষারোপ করা। ইমরান মনে করেন এভাবে কোনও কাজের কাজ হওয়া সম্ভব নয়। দুই দেশ আলোচনা করলে কাশ্মীর সমস্যা মিটে যাবে এবং সেখানকার মানুষের জীবনে শান্তি ফিরে আসবে। নিজের আধঘণ্টার ভাষণে তিনি বলেন দু’দশকের বেশি সময় লড়াই করে ক্ষমতায় এসেছে তাঁর দল। তাই সরকার গড়ে নিজের ছাপ রেখে যেতে চান।
ছবি সৌজন্যেঃ ইমরান খান ফেসবুক পেজ
Comments