কৃষি আইন বাতিলের কৃষকদের বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওই আইনগুলির পক্ষেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৩তম বার্ষিক সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন আইন কৃষিক্ষেত্রের সমস্যাগুলির সমাধান করবে। কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করবে। প্রযুক্তির অগ্রগতি এবং বিনিয়োগের পথকে প্রশস্ত করবে। ফলে সব মিলিয়ে নতুন কৃষি আইন কৃষকদের আয় বাড়াবে’। কৃষিক্ষেত্রের বৃদ্ধির সঙ্গেই অন্যান্য ক্ষেত্রগুলির অগ্রগতিও সমানে ঘটবে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু বাণিজ্যক্ষেত্রগুলির মধ্যে অপ্রয়োজনীয় দেওয়াল তুলে দিলে কী পরিস্থিতি হবে, তা কল্পনা করুন। কোনো শিল্পই চাহিদা মতো বাড়তে পারবে না’।
‘নতুন আইন কৃষিক্ষেত্রের সমস্যাগুলির সমাধান করবে : মোদী

Facebook Comments