নিয়োগ দুর্নীতি কান্ডে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার ৫ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে, এবার প্রাক্তন মন্ত্রীর কী হবে! পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন সংক্রান্ত মামলার এখনও রায় আসেনি। অন্যদিকে গ্রেফতারির ৮৫৭ দিন পরে জামিন পাচ্ছেন তাঁর বান্ধবী অর্পিতা।
২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। তাঁর বান্ধবী হিসাবে পরিচিতা অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও চলে তল্লাশি। টালিগঞ্জে অর্পিতার নামে থাকা একটি ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। বেলঘরিয়ার একটি আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাট থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। সব মিলিয়ে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকার পাশাপাশি ৫ কোটি ৮ লাখ টাকার গয়না ও প্রচুর বৈদেশিক মুদ্রা উদ্ধার হয় বলে খবর। এক যোগে গ্রেপ্তার হন অর্পিতা ও পার্থ। তাঁদের কেমেষ্ট্রি নিয়ে সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যম সর্বত্র চলে বিস্তর আলোচনা।
সেই সময় থেকে জেল বন্দি থাকার পর অবশেষে জামিন পাচ্ছেন অর্পিতা। যদিও মায়ের মৃত্যু হওয়ায় গত বৃহস্পতিবার ৫ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন অর্পিতা। তারই মাঝে জামিন পেলেন তিনি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিষয়টির এখনও সুরাহা হয়নি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় তাঁর জামিনের বিষয়ে একমত হননি। আপাতত হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছেন। শীঘ্রই সেখানে মামলাটির শুনানি হওয়ার কথা। ‘অপা’র অর্পিতা মুক্তি পাচ্ছেন, এখন দেখার পার্থর কী হয়!
Facebook Comments