মধ্যপ্রদেশে রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে সিধি জেলায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকেরা। ডুবুরি নামানো হয়েছে মৃতদেহ উদ্ধারের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি বাসটি সিদ্ধি জেলা থেকে সাতনা যাচ্ছে। তার মাঝেই সারদা খালে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই খালের জল কমাতে ও দ্রুত উদ্ধারকাজের জন্য অপর একটি খালের বাঁধ খোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীও শোক জানিয়ে অমিত শাহর সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা করে।
Facebook Comments