লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা লিবার্তাদোরেস। ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়। কিন্তু আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের এই মহারণের আগেই ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা।
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এ দুটি দল মুখোমুখি হলে বরাবরই উত্তেজনা বিরাজ করে। এবার সেই উত্তেজনার আগুন মাঠের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ল রাজপথে।
বোকার খেলোয়াড়দের বহন করা বাসে হামলা করে বসে রিভার প্লেটের দাঙ্গাবাজ সমর্থকরা। আগে থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান করছিলো তারা। যদিও পুলিশের সতর্ক নজরদারির মধ্যেই ছিল খেলোয়াড়রা।
বাসে পাথর ও লাঠির আঘাতে কাঁচ ভেঙে বোকার কয়েকজন খেলোয়াড় আহত হয়েছেন। যাদের মধ্যে আছেন দলের তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ ও অধিনায়ক পাবলো পেরেজ।
ভাঙা জানালা দিয়ে খেলোয়াড়দের চোখে মরিচের গুঁড়াও ছুড়ে মারে রিভার সমর্থকরা!
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে তার ঝাঁজেও অসুস্থ্য হয়ে পড়েন খেলোয়াড়রা। চোখে আঘাত পাওয়া পেরেজ হাসপাতাল থেকে মাঠে ফেরার পর এমন পরিস্থিতিতে খেলতে অস্বীকৃতি জানায় বোকা জুনিয়র্স।
সবশেষ রোববার (২৫ নভেম্বর) রাত ২টায় মাঠে গড়নোর কথা আছে ম্যাচটি। যদি না নতুন কোনো কাণ্ড ঘটে!
এর আগে বোকার মাঠে ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।
Comments