মহিলাদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। গতকাল কুয়ালালামপুরে ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে এই খেতাব অর্জন করল বাংলাদেশের মেয়েরা। গতকাল ফাইনালে ভারত প্রথমে ব্যাট করতে নেমে মোটেও আশানুরূপ প্যারফম্যান্স করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ১১২ রান তোলে ভারত। ভারতের হয়ে সর্বাধিক রান করেন হরমনপ্রীত (৪২ বলে ৫৬)। এছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান এদিন বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্লথ গতিতেই এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। শেষ ওভারে বল করতে আসে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। শেষ ওভারে সানজিদা ও রুমানাকে আউট করে যখন ভারত টানা সাতবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারতীয় দল, তখনই শেষ বলে দু-রান নিয়ে ভা্রতের সেই স্বপ্নে জল ঢেলে দিলেন বাংলাদেশের জাহানারা।
ছবি সৌজন্যে- বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেসবুক পেজ
Comments