আগামী ৩১ জানুয়ারী ও ১ লা ফেব্রুয়ারী ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ব্যাঙ্ক ইউনিয়ন। ৪৮ ঘন্টা জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, আর তার ফলে এবার সাধারণ মানুষের ওপরে বিশাল এক প্রভাব পরতে চলেছে। আর এর ফলে এস বি আই মনে করছে এর একটা বিশাল প্রভাব পরবে সব জায়গায়। কিন্তু এর যাতে খারাপ প্রভাব না পরে তার জন্যও বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। তবে জানা গেছে ধর্মঘটের দ্বিতীয় দিন ১ফেব্রুয়ারী হল পূর্ণাং বাজেট পেশ। আর সেইদিন ব্যাঙ্ক ধর্মঘট , অনেকটাই চাপে ফেলবে বলে মনে করছে অনেকে, বিশেষ করে এস বি আই।
এবার এস বি আই মুখে যখন বলেছে সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে, কিন্তু কি ধরনের ব্যবস্থা নেবে তারা? জানা গেছে তাদের প্রায় প্রত্যেকটি শাখাতেই যাতে বনধের প্রভাব না পরে , তার ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেকেই মনে করছে এটা কিভাবে সম্ভব কারণ বনধের প্রভাব কম বেশী সব জায়গাতেই পরবে। ভারত ব্যাপী এই ব্যাঙ্ক বনধের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ইউনিয়ন। ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী। আর এই ১ ফেব্রুয়ারী হল বাজেট পেশ। শুক্রবার ও শনিবার বনধের দিন। তবে দেখা যদি যায় তাহলে শনিবার করে ব্যাঙ্ক বন্ধই থাকে, কিন্তু সেটা দ্বিতীয় ও চতুর্থ।
সেদিন মানে ১ লা ফেব্রুয়ারী দ্বিতীয় শনিবারই পড়েছে। তাই কাজ কর্ম খুব একটা হবে বলে মনে হয় না। কারণ স্বাভাবিক দিন তো সেইদিন বন্ধই থাকে। তাহলে হিসেব করে দেখা যাচ্ছে মোট ৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। আর এর জন্যও ব্যাঙ্কের সাথে মানুষের ব্যবসার ঘাটতি হবে অনেকটাই। আসলে ব্যাঙ্ক ইউনিয়ন তাদের তরফ থেকে বনধ ডেকেছে মজুরি পুনর্বিবেচনার বিষয়ে , যেটা ব্যর্থ হওয়ার পর।
Facebook Comments