কলকাতায় ব্রিটেন ফেরত এক যুবকের শরীরে মিললো করোনার নতুন স্ট্রেইন। সন্ধান মিলতেই নড়েচড়ে বসলো রাজ্য স্বাস্থ্য দফতর। জরুরি বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয়। ব্রিটেন ফেরত তরুণ ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তরুণের সহযাত্রী, ওই বিমানের কর্মীরা ছাড়াও যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা চলছে। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রকেও পাঠানো হবে। সবাইকেই রাখা হবে আইসোলেশনে। জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
কলকাতাতেও মিললো করোনার নতুন স্ট্রেইন

Facebook Comments