পাঁচলা যাওয়ার জন্য, অনেক কাঠখড় জ্বালিয়ে রাজারহাটের বাড়ি ছাড়ার পরও শেষ রক্ষা হল না। পাঁচলার অশান্ত এলাকায় যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার সময় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। হাওড়ার বিভিন্ন এলাকায় জারি ১৪৪ ধারা। সেই কারণেই বিধাননগরের কমিশনারেট পুলিশকে বারবার বলছিলেন, সুকান্ত মজুমদার যেন ওইসব জায়গায় না যায়।
সুকান্ত মজুমদার দাবী করেন, মুচলেকা নিয়ে তিনি কোথায় যাবেন তা জানাতে বলা হয়েছে। কিন্তু তিনি বন্ড দিতে অস্বীকার করেন। এসব টানাপোড়েনে, অনেকক্ষণ ধরে রাজারহাটে বাড়িতে আটকে থাকেন সুকান্ত। এ সময় বিজেপির রাজ্য সভাপতি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখনই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ধরে সড়কে দাঁড়িয়ে থাকেন সুকান্ত মজুমদার। দুটোর দিকে তিনি হাওড়ার পাঁচলার দিকে রওনা দেন।
সুকান্ত মজুমদার বলেন, ” আমাদের সাধারণ কর্মীদের নির্যাতন করা হচ্ছে। আমাকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ বর্বর হয়ে উঠেছে। এই শক্তি আগে দেখালে বাংলার এমন অবস্থা হতো না। বাংলার এখন করুণ অবস্থা। বাংলার মানুষ এখন ভাবছে কীভাবে তাদের জীবন-জীবিকা বাঁচানো যায়।” এদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ হাওড়া পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দরবার করেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবী জানান তিনি।
Facebook Comments