সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন কোন কোন জিনিসের দাম বাড়ল এক নজরে-
পাম তেল -১৭.৫ শতাংশ কৃষি সেস
সোয়াবিন – ২০ শতাংশ কৃষি সেস
সোনা ও রুপো- ২.৫ শতাংশ কৃষি সেস
আপেল – ৩৫ শতাংশ কৃষি সেস
সার – ৫ শতাংশ কৃষি সেস
কয়লা – ১.৫ শতাংশ কৃষি সেস
কাবুলি চানা – ৩০ শতাংশ কৃষি সেস
মসুর- ২০ শতাংশ কৃষি সেস
মটর- ১০ শতাংশ কৃষি সেস
তুলা- ৫ শতাংশ কৃষি সেস
পেট্রোল – ২.৫ টাকা কৃষি সেস
ডিজেল- ৪ টাকা কৃষি সেস
মদ- ১০০ শতাংশ কৃষি সেস
মধ্যবিত্তের প্রয়োজনীয় কিছু জিনিসের দাম কমেছে। এর মধ্যে রয়েছে লোহা, স্টিল, নাইলনের জামাকাপড়, তামার জিনিস, বিমা, বিদ্যুৎ, স্টিলের বাসন, ড্রাই ক্লিনিং, কৃষির সরঞ্জাম ইত্যাদি। এছাড়া এ বছর মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বাজেট তৈরি হয়েছে। তাই করের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ছাড়।
৭৫ বছরের বেশি বয়সীদের জন্য সুদ করমুক্ত করা হয়েছে। ৭৫ ও তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য সুদের উপর সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য জিরো কুপোন বন্ড যাতে বাজারে আসে, তার ব্যবস্থা করেছে এবারের বাজেট। এনআরআইদের জন্য ডাবল ট্যাক্সেশন যাতে না হয় তার জন্য নিয়মেরও পরিবর্তন আনা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ‘ওয়ান নেশন ওয়ারশ কার্ড’ প্রকল্প চালুর ঘোষণা বাজেটে। পরিবার থেকে দূরে থাকলেও সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।
Facebook Comments