শুভেন্দু অধিকারী বর্ষীয়ান নেতা সৌগত রায়কে বুধবার সকালে এসএমএস করে তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন। সেনিয়ে ই এসএমএসের পর সমগ্র বিষয়টি আরও জট পাকিয়ে গিয়েছে। সেই এসএমএসে শুভেন্দু জানতে চেয়েছে, কেন মিডিয়ায় মুখ খোলা হল দলের পক্ষ থেকে। উল্লেখ্য, গতকাল বহুলকাঙ্খিত এই বৈঠকের পর একমাত্র সৌগত রায়ই মুখ খুলছিলেন। তিনি জানিয়েছিলেন, যে সমস্যা ছিল, তা মিটে গিয়েছে। আর কোনও সমস্যা নেই। ওঁ তৃণমূলেই থাকবে। বাকি যা বলার তা শুভেন্দুই বলবেন। কিন্তু শুভেন্দু তা চাননি। সূত্রের খবর বুধবার দুপুরে শুভেন্দু সৌগত রায়কে এক মেসেজ করে স্পষ্ট জানান, কিছু বলার আগেই দলের পক্ষ থেকে আপনি সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন। এর ফলে কথা রাখা হয়নি। এখনও সমস্যাগুলি মেটেনি। তাই এভাবে কাজ করা সম্ভব নয়। শুভেন্দুর এই মন্তব্যের পর ফের এই ঘটনায় জট পাকিয়ে গেল। তাহলে কি ৭ ডিসেম্বর মমতার সভায় শুভেন্দুকে দেখা যাবে না, তা সময়ই বলবে।
তবে রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু মোটের উপর একরোখা। ফলে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি করবেনই। কিন্তু শোনা যাচ্ছে, গত কয়েকদিন ধরে তাঁর সঙ্গে যে কথা বলা হয়েছিল, কার্যক্ষেত্রে তা করা হয়নি। একাধিকবার কথার খেলাপ করা হয়েছে। ফলে তিনি কী করবেন, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, যে মেসেজ তিনি সৌগত রায়কে পাঠিয়েছেন, সেখানে নিজের বিরক্তির কথা স্পষ্টই জানিয়েছেন। পাশাপাশি, কার্যত আরও একবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের যে দায়িত্বজ্ঞানহীনতা, তা স্পষ্ট করেছেন।
সূত্রের খবর, এই মেসেজ শুভেন্দু নাকি জানিয়েছেন, এভাবে একসঙ্গে কাজ করা সম্ভব নয়। যদিও এই এসএমএস নিয়ে সৌগত রায় ও শুভেন্দু কেউই মুখ খোলেননি। তবে এই এসএমএস পর্বের পর ৭ তারিখ মমতার সভায় শুভেন্দু থাকবেন কি না, তা দিন দুয়েকের মধ্যেই পরিস্কার হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Facebook Comments