ব্যাঙ্গালোরকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো আইএসএল খেতাব জিতল চেন্নাইয়ন এফসি। প্রথম বার আইএসএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল সুনীল ছেত্রীর ব্যাঙ্গালোরের সামনে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারলনা তারা। ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করে ব্যাঙ্গালোরকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ১৭ মিনিটেই চেন্নাইয়ের হয়ে ম্যাচে সমতা ফেরান মেলসন অ্যালভেজ। প্রথমার্ধের একদম শেষ দিকে দ্বিতীয় গোল পায় চেন্নাই।
প্রথমার্ধের খেলা শেষ হয় চেন্নাইয়ের পক্ষে ২-১ অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনের ঝড় তোলে চেন্নাইয়ন। ফলস্বরুপ ৬৭ মিনিটে তৃতীয় গোল করে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন রাফায়েল অগাস্তো। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যাঙ্গালোর দ্বিতীয় গোল করলেও তৃতীয় গোল করার সময় পায়নি।
ছবি সৌজন্যে- চেন্নাইয়ন এফসি ফেসবুক পেজ
Comments