শনিবারই কেন্দ্রীয় সরকার এই রোগকে বিপর্যয় ঘোষণা করেছে। দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছল ১০৭-এ। তার মধ্যে সর্বোচ্চ করোনা-আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে। সেই রাজ্যে সংখ্যাটা ৩১। গত ১৪টি নতুন আক্রান্তের ঘটনার সব ক’টিই মহারাষ্ট্রের। এরপরেই রয়েছে কেরল, আক্রান্তের সংখ্যা ২২। উত্তরপ্রদেশে ১১ এর মধ্যে ১ জন বিদেশী। হরিয়ানায় আক্রান্ত ১৪ জনের সবাই বিদেশি। রাজধানী দিল্লিতে ৭ মৃত্যু হয়েছে ১ জনের। রাজস্থানে ২ জনই বিদেশী। তেলেঙ্গানায় ৩। লাদাখে ৩। পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ১। কর্ণাটকে ৬ ও জম্মু-কাশ্মীরে ২ জন আক্রান্ত।
এই ১০৭ জন আক্রান্তের মধ্যে মোট বিদেশী নাগরিক ১৭। এছাড়া ১০৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯জন মৃতের সংখ্যা দেশজুড়ে ২।
কোভিড-১৯ সংক্রমণ রুখতে সারা দেশের প্রায় সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসনগুলি এই মাসের শেষ পর্যন্ত। মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তর প্রদেশ, তেলঙ্গানা, সহ বিভিন্ন জায়গায় সরকারি, বেসরকারি, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
Facebook Comments