দিল্লীর স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্ৰেফতার করল ইডি। মানি লন্ডারিং মামলায় দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ইডি প্রথমে দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) বরিষ্ঠ নেতা সত্যেন্দ্র জৈনকে আটক করে এবং তারপর তাকে মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করে। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
৪ কোটি ৮১ লাখ টাকার মানি লন্ডারিংয়ের মামলায় এই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ২০১৪-১৫ সালে সত্যেন্দ্র জৈন যখন মন্ত্রী পদে ছিলেন, তখন তিনি এবং তাঁর সহযোগীরা কলকাতার শেল সংস্থাগুলির কাছ থেকে অর্থ আসে। এই ক্ষেত্রে, ইডি একটি মামলা দায়ের করেছিল এবং একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে।
সূত্রের খবর, এই বিষয়ে সত্যেন্দ্র জৈনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী সঠিক উত্তর দিচ্ছিলেন না। তথ্য গোপন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। ইডি-র পদক্ষেপের পর বিজেপিকে নিশানা করেছে AAP। দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, “সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ৮ বছর ধরে একটি ভুয়ো মামলা চলছে। এ পর্যন্ত বহুবার ইডির তরফে তাঁকে ডাকা হয়েছে। কিন্তু কিছুই না পাওয়ায় ইডি অনেক বছর ধরে ডাকাও বন্ধ করে দেয়। এখন আবার শুরু হয়েছে, কারণ সত্যেন্দ্র জৈন হিমাচলের নির্বাচনী ইনচার্জ।
Facebook Comments