শ্রমিক-শিক্ষক-কর্মচারী আন্দোলনের যুক্তমঞ্চ ১২ জুলাই কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে। দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।।” জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল”এ বিষয়ে আলোচনা করেন রাজ্যস্তরীয় নেতৃত্ব সোমনাথ ভট্টাচার্য এবং “এন আর সি” বিষয়ে আলোচনা করেন অধ্যাপক অঞ্জন বেরা। স্বাগত বক্তব্য রাখেন ১২ জুলাই কমিটির জেলা আহ্বায়ক গঙ্গাধর বর্মণ। সভায় সভাপতিত্ব করেন অশোক ঘোষ। উপস্থিত ছিলেন বিপদতারণ ঘোষ, দেবাশীষ চ্যাটার্জী, ধ্রুবশেখর মন্ডল,সন্তোষ দাস অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের তিন শতাধিক কর্মী সমর্থক হাজির ছিলেন।
ছবিঃ নিজস্ব প্রতিবেদক
Comments