নতুন বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার একনায়ক কিম জিন উনের সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ বেশ ভালোই জমে উঠেছে। কিম আর ট্রাম্প এর দ্বন্দ্ব যদিওবা এই প্রথম নয়। ক্ষমতায় আসার আগে থেকেই উত্তর কোরিয়ার প্রবল বিরোধী ছিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি উত্তর কোরিয়াকে যে যথেষ্ট শিক্ষা দেবেন, এ প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর থেকেও একাধিকবার বাগবিতণ্ডাতে জড়িয়েছেন এই দুই রাষ্ট্রনায়ক। সম্প্রতি কিম জং উন আমেরিকাকে উদ্দেশ্য করে জানিয়েছিলেন, “আমার অফিসের টেবিলেই রয়েছে পরমানু বোমার বটন। যা দিয়ে তিনি যখন খুশি আমেরিকাকে উড়িয়ে দিতে পারেন”। এবার তার পালটা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
টুইটারে ট্রাম্প জানালেন, “কিম জানিয়েছেন ওর টেবিলের তলায় নাকি নিউক্লিয়ার বোমের বটন আছে। ওর খাদ্যাভাবের দেশে দয়া করে ওকে কেউ জানিয়ে দেবেন আমার অফিসেও অনেক বড় পরমানু বোমারর সুইচ আছে। যেটা কিমের থেকে অনেক বড় এবং শক্তিশালী। আর সেটা খুব ভালোভাবেই কাজ করে”। কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রনায়কের এহেন বাগবিতণ্ডা আদতে বিশ্বকে ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্বের দিকে নিয়ে যাবে। যা কখনোই কাম্য নয়। তাই কূটনৈতিক মহল মনে করছে, অবিলম্বে এই দুই রাস্ট্রনায়কের আলোচনায় বসা উচিৎ।
কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকালে সে সম্ভাবনা দুরাশা ছাড়া আর কিছুই মনে হচ্ছেনা।
Photo- Donald Trump Twitter handle
Facebook Comments