এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ (পিএমসি) ব্যাংক কেলেঙ্কারি মামলায় সঞ্জয়ের স্ত্রী বর্ষাকে ডেকে পাঠিয়েছে ইডি।
সূত্রের খবর, আগামী ২৯ ডিসেম্বর বর্ষাকে তাদের সামনে হাজির হতে বলেছে ইডি। ওই দিন তাঁকে আর্থিক তছরুপের মামলায় জেরা করা হতে পারে। এই নিয়ে তৃতীয় বার বর্যাকে ডেকে পাঠাল ইডি। এর আগে দু’বার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি।
কেউ যদি পর পর তিনটি তলব এড়িয়ে যান, তখন ইডি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। আইনি বিষয়টি এড়াতে বর্ষা এই তলবে হাজিরা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির

Facebook Comments