সীসা ও নিকেলের মতো ভারী ধাতব পদার্থযুক্ত জল পান করায় অন্ধ্র প্রদেশের পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। এআইআইএমএস ও রাজ্যের বিশেষজ্ঞ দলের প্রাথমিক তদন্তে এ তথ্য পাওয়া গেছে। গত শনিবার রাত থেকে ইলুরু শহরে ছড়িয়ে পড়ে রহস্যময় রোগটি। আক্রান্তদের বমি ভাব, আচমকা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, কাঁপুনি, মাথাব্যথা, পিঠে ব্যথা, মুখে ফেনা ওঠার মতো উপসর্গ ছিল।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এ পর্যন্ত ৫০৫ জন ওই অসুখে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন, আরো ১২০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ রোগে অন্তত একজন মারা গেছেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগীদের শরীরে ভারী ধাতব বস্তুর উপস্থিতির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং তাদের চিকিৎসা সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী।
Facebook Comments