দুপুর ১.৫০টা নাগাদ তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা হয়। সে সময় তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ছিল ৭০-এর আশেপাশে। হাসপাতাল সূত্রে খবর, সামান্য জ্বর রয়েছে তাঁর। কোভিডবিধি মেনে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে। বুকের এক্স-রে করা হয়েছে। এক্স-রে রিপোর্ট মোটের উপর ভালো (ততটা উদ্বেগজনক নয়) বলেই জানা গিয়েছে। সাময়িক ভাবে তাঁকে আইসিইউ-র একটি পৃথক জায়গায় রাখা হয়। কোভিড রিপোর্ট হাতে আসার পর তাঁকে দ্রুত ভরতির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়। কারণ, ওই রিপোর্টের উপরই নির্ভর করছিল, তাঁকে কোন বিভাগে ভরতি করা হবে।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Facebook Comments