নয়া তিন কৃষি আইন সংশোধনের লিখিত প্রস্তাব প্রত্যাখান করলেন বিক্ষোভরত কৃষকরা। বুধবার কেন্দ্রের ওই খসড়া প্রস্তাব ফিরিয়ে দিয়ে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিলেন তাঁরা। প্রস্তাব প্রত্যাখ্যানের পর কৃষক সংগঠনের নেতৃত্ব জানান, তাঁরা দেশব্যাপী আন্দোলন জারি রাখবেন। দেশের প্রতিটা জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সারা দেশের বিজেপি কার্যালয়গুলির সামনে লাগাতার বিক্ষোভ দেখানো হবে আগামী ১৪ ডিসেম্বর থেকে। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, আগামী ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর এবং দিল্লি-আগরা হাইওয়ে অবরোধ করা হবে। ওই দিন দেশের কোনো টোল প্লাজায় ট্যাক্স দেওয়া হবে না।
দিল্লি-হরিয়ানা সীমানার সিংঘুতে সাংবাদিক বৈঠক করে কৃষকনেতারা জানান, কেন্দ্র ধারাবাহিক ভাবে আইন সংশোধনের প্রস্তাব দেওয়ার পর আজকের বৈঠকে স্থির হয়েছে, আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জানানো হয়, ‘সরকারের খসড়া প্রস্তাবে নতুন কিছুই নেই। যে কারণে আমরা তা প্রত্যাখ্যান করেছি। যত দিন না তিনটি কৃষি আইন বাতিল করা হচ্ছে, আমরা একের পর এক দিল্লির সমস্ত রাস্তা অবরোধ করব। চার দিক দিয়ে দিল্লি অবরোধ করা হবে’।
Facebook Comments