Latest News

Students Sketch Mega Science Projects on Canvas What's New Life গোলাড সুশীলা হাইস্কুলের উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম দ্বি-শতবর্ষ স্মরণে সাইকেল যাত্রা What's New Life আসামে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ What's New Life মাঠে ফিরতে আরও সময় লাগবে শিখর ধাওয়ানের What's New Life জেনেভায় হানিমুনে সৃজিত-মিথিলা What's New Life দ্বিতীয় দিনে পড়লো ময়মনসিংহের পরিবহন ধর্মঘট What's New Life কন্যা সন্তানের বাবা হলেন কপিল What's New Life হোটেল রুমে অবিবাহিত দম্পতিরা থাকা কোনও অপরাধ নয় : মাদ্রাজ হাইকোর্ট What's New Life নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে এখনো পর্যন্ত ১৩ জন নিহত What's New Life শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সালমান খান What's New Life

ম্যাচ ছাড়াও দর্শকদের জন্য উপরি পাওনা হিসাবে কি থাকছে জেনে নিন

‘গোলাপি বলে দিনরাতের এই ঐতিহাসিক টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। শচিন টেন্ডুলকার, সুনিল গাভাস্কার, কপিল দেব, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো ভারতীয় ক্রিকেটের দিকপালেরা উপস্থিত থাকবেন।’ সঙ্গে যোগ করেন, ‘চা পানের বিরতিতে মাঠে সঙ্গীতানুষ্ঠান হবে। এ ছাড়াও প্রাক্তন অধিনায়কদের কার্ট (ছোট গাড়ি)-এ চাপিয়ে বাউন্ডারির বাইরে দিয়ে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করানো হবে।’
এতসব আয়োজন নিয়ে কলকাতা জুড়ে সাজ সাজ রব। হালকা শীতের আমেজে ক্রিকেটের উৎসবে মেতেছে যেন কলকাতা। গোলাপি বলে দিন-রাতের টেস্ট: প্রথম দিনে ইডেনে ক্রিকেট ছাড়া আর কি কি দেখতে পাবেন দর্শকরা?​ সিএবির দেয়ালে গ্র্যাফিটি থেকে শহরের বিভিন্ন প্রান্তে ফ্লেক্স, ব্যানার-হোর্ডিংয়ের উপস্থিতি জানিয়ে দিচ্ছে গোলাপি হচ্ছে পুরো কলকাতা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু বিখ্যাত ভবন, পার্ক ও ময়দানের ক্লাবগুলোয় গোলাপি আলোকমালায় সেজে উঠেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
পাঁচ দিনের এই বিশেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে বিসিসিআই ও সিএবি আয়োজনে কোনও ঘাটতি রাখছে না। সর্বাঙ্গিকভাবে সুন্দর করে তোলার জন্য় সর্বোতভাবেই চেষ্টা করছে তারা।​ এখানে রইল ইডেন টেস্টের প্রথম দিনে মাঠে আসা দর্শকরা টেস্ট ছাড়াও আর কি কি দেখতে পাবেন, কিংবা আর কি কি আয়োজন থাকবে এই টেস্ট ম্যাচকে ঘিরে?

১) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেস্ট শুরুর আগেই উদ্বোধন করবেন আধুনিকমানে সুসজ্জিত করা ইডেনের ইনডোর স্টেডিয়াম। যে ইনডোরকে করা হয়েছে লর্ডস এবং মেলবোর্নের চেয়েও উন্নত।​

২) দুপুর ১২:৩০টায় টসের আগে সেনাবাহিনীর প্যারাট্রুপাররা ইডেন গার্ডেন্সের উইকেটে প্যারাস্যুটে করে নেমে আসবে। টসের আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেয়া হবে।

৩) এরপরই প্রথা মেনে ইডেনের বেল (ঘণ্টা) বাজাবেন সেদিনের আমন্ত্রিত দুই ভিভিআইপি অতিথি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেল বাজিয়ে ইডেন টেস্টের শুরুর ঘোষণা দেবেন। তারপর তাঁরা মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্ব সারবেন।

৪) ২০ মিনিটের চা-বিরতিতে দুই দলের সাবেক অধিনায়কদের সঙ্গে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের নক্ষত্ররা। বাউন্ডারি লাইন ধরে কার্টে (ছোট গাড়ি) করে তারা পুরো মাঠ চক্কর দেবেন।

৫) ৪০ মিনিটের সুপার ব্রেকে থাকবে সিএবি’র বিশেষ নিবেদন টক শো। এই টক শো করবেন ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাবুলাস ফাইভ’। অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণরা। অবধারিতভাবে উঠে আসবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভের নেতৃত্বে ২০০১ সালে সেই বিখ্যাত টেস্ট জয়ের কথাও।

৬) প্রথম দিন শেষে অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের যে দুটি দল খেলেছিল, সেই দুই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হবে। বিশেষভাবে সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন।​
৭) সংবর্ধনা শুরুর আগেই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে গান পরিবেশন করবেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী রুনা লায়লা, ভারতের শ্রেয়া ঘোষাল এবং পশ্চিম বঙ্গের সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। জানা গেছে, দুটি বাংলা এবং একটি হিন্দি গান পরিবেশন করবেন রুনা লায়লা।

৮) শুধু দুই দেশের প্রাক্তন ক্রিকেটারদেরই নয়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এদিন ভারতের একাধিক ক্রীড়া ব্য়ক্তিত্বকেও সম্মানিত করবে। যেখানে শচিন টেন্ডুলকার ছাড়াও থাকবেন অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা, টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্ডা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ছয় বারের বক্সিং চ্যাম্পিয়ন এমসি মেরি কম।

ছবি সংগৃহিত

Comments

KOLKATA WEATHER
Pati Patni Aur Woh Panipat সাগরদ্বীপে যকেরধন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে 3 Knives Out Hotel Mumbai Bohomaan X Ray: The Inner Image Commando 3
What's New Life