মধ্যবিত্তের মুখে ফের হাসি ফোটাতে চলেছে এই সুখবর, এটা একেবারে দারুণ খবর মধ্যবিত্তের জন্য। কারণ এই বিয়ের মরশুমে এমনটা যে হঠাত্ করেই হবে সেটা কেই বা ভেবেছিল। কিন্তু স্বপ্ন যে সত্যি হয় এটাই তার প্রমাণ। এবার ২২ ও ২৪ ক্যারেটের সোনার দামে বিশাল পতন। কারণ এটা গত সাত বছরে সব থেকে সস্তা সোনা। কারণ দেখা গেছে বিভিন্ন বড় বড় শহরে সোনার দামে পতন। এখনো শেষ হয়নি বিয়ের মরশুম। বাংলা বছরের এটাই শেষ মাস বিয়ের মরশুমের। তো তাই এই মাসে সবার একটা চাপা উত্তেজনা তো আছেই বিয়ে নিয়ে। গত মাসের বিয়ের মরশুমেও কম বেশী সোনার দাম কমেছিল, কিন্তু এই মাসে তা আর হচ্ছিল না। কমলেও তুলনামূলক ভাবে খুবই কম।
কিন্তু আজকের যে পতন ঘটলো সেটা যেনো গত মাসের রেকর্ডকেও ছাড়িয়ে গেল। কারণ আজ সবথেকে বেশী হারে কমল সোনার দাম দেশীয় বাজারে, যার প্রভাব এসে পরেছে কলকাতাতেও।
২২ ক্যারেটের সোনার দাম
১ গ্রামের দাম ৪০৯৮টাকা
৮ গ্রামের দাম ৩২,৭৮৪টাকা
১০ গ্রামের দাম ৪০,৯৮০টাকা।
১০০ গ্রামের দাম ৪,০৯,৮০০টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম
১ গ্রামের দাম ৪২৮৮ টাকা।
৮ গ্রামের দাম ৩৪,৩০৪ টাকা।
১০ গ্রামের দাম ৪২,৮৮০ টাকা।
১০০ গ্রামের দাম ৪,২৮,৮০০টাকা।
Facebook Comments