‘রুদ্ধদ্বার’ উদযাপনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। পুরনো সব জীর্ণতাকে দূরে ঠেলে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডলেও উদয় হয়েছে ইংরেজি নববর্ষের নতুন সূর্য। নতুন বছর ২০২১ এর প্রথমদিনে একটি ডুডল প্রকাশ করেছে গুগল। তাতে একটি পুরনো ফ্যাশন বার্ড হাউজ ও তার সঙ্গে ঘড়ি দেখানো হয়েছে। এর নিচে ২০২১ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে ‘নিউ ইয়ার্স ইভ’ এর একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝরে পড়ছে অজস্র রঙ-বেরঙের কাগজের কুঁচি। একই সাথে বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিয়েছে গুগল। নতুন বছর সংক্রান্ত সার্চ রেজাল্টে বর্ষবিদায় ও বরণ নিয়ে নতুনত্ব আনা হয়েছে।
বিভিন্ন দিবস, উৎসব থেকে শুরু করে কৃতি ব্যক্তিদের জন্মদিনসহ বিশেষ দিনে ডুডল নিয়ে হাজির হয় গুগল। ডুডলে সৃজনশীলতার পাশাপাশি থাকে অভিনবত্বের ছাপ। যা সহজেই মন কাড়ে নেটিজেনদের।
গুগল ডুডলে বর্ষবরণ ২০২১

Facebook Comments