রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এয়ার ইন্ডিয়া প্রায় ৫৮০০০ কোটি ঋণের বোঝায় জর্জরিত। আর এ কারণেই প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই ঋণের দায়ে জর্জরিত। প্রতিষ্ঠানটির পেছনে সরকারের অনেক অর্থ লোকসান হচ্ছে। তাই এই প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর তিনি যোগ করেন, ইতোমধ্যে এয়ার ইন্ডিয়া বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, সব কাজ চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে। আগামী বছরের মার্চ থেকেই এয়ার ইন্ডিয়া পরিচালিত হবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে। প্রসঙ্গত, গত বছর রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থাটির ৭৬% শেয়ার বিক্রির ঘোষণা করেছিল সরকার। তবে তাতে বিনিয়োগকারীদের তেমন সাড়া মেলেনি।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ বিক্রি করে দেওয়ার ঘোষণা

Comments