বেনামি সম্পত্তি কেনাবেচার মামলায় রবার্ট ভাড্রার বয়ান রেকর্ড করতে সোমবার দুপুরে তাঁর বাড়িতে গিয়েছেন আয়কর দফতরের কর্তারা।
প্রিয়ঙ্কা গান্ধী ভাড্রার স্বামীর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। আয়কর বিভাগ ছাড়াও, ওই মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট বিভাগ। এর আগেও একবার রবার্ট ভাড্রাকে তলব করেছিল আয়কর দফতর। কিন্তু করোনা অতিমারির কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। সোমবার পূর্ব দিল্লিতে সুখদেব বিহারে ভাড্রার বাড়িতে পৌঁছে যান আয়কর বিভাগের আধিকারিকরা। রেকর্ড করা ওয় রবার্টের বয়ান।
রবার্ট ভাড্রার বয়ান রেকর্ড করলো আয়কর দপ্তর

Facebook Comments