রাজ্যে গত ২৪ঘন্টায় এই পর্যন্ত সর্বাধিক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৪৫৪জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে রাজ্যে ১২ জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৩৩৬জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিত্সাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৫৬৯৩। শনিবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৬৯৮ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪৫৪২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬৩জনের। গত ২৪ ঘণ্টায় ৪২.৪৫ শতাংশ সুস্থ হয়েছ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ১৫৮টি নতুন কেস। কলকাতা থেকে পাওয়া গেছে মোট ৩৫১৪টি কেস। গত ২৪ ঘণ্টায় ৫৮জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৩৮১জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৪জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ২৮৭জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিত্সাধীন রয়েছেন ১৮৪৬জন। বাকি মৃতদের মধ্যে দুজন হাওড়া, একজন দক্ষিণ ২৪ পরগনা, পাঁচজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
অন্যদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১,৪৫৮। এসময়ের মধ্যে এ রোগে ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে সর্বোচ্চ। দেশজুড়ে এ প্রথম একদিনে ১১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩,০৮,৯৯৩ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ৮,৮৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১,৫৪,৩৩০ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী মোট ১,১,১৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩,৭১৭ জন। তামিলনাড়ুতে শনাক্ত রোগী মোট ৪০,৬৯৮ জন এবং দিল্লিতে ৩৬,৮২৪ জন। এ দু’টি রাজ্যে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৬৭ এবং ১,২১৪ জনের।
রাজ্য ও দেশের করোনা🦠 পরিস্থিতি

Facebook Comments