সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা নিয়ে চলমান বিতর্কের মাঝেই এবারে বিশেষ পরামর্শ দিলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘ভারত নাম নিয়ে যারা আপত্তি করছেন তাদের একবার সংবিধান পড়া উচিত্।’
সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময় তিনি বলেন, “ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এবং এটি সংবিধানে রয়েছে। আমি সবাইকে এটি (সংবিধান) পড়তে বলব। আপনি যখন ভারত বলেন, তখন একটি অর্থ, একটি বোঝা ও একটি অনুমান আসে এবং আমি মনে করি এটি আমাদের সংবিধানেও প্রতিফলিত হয়েছে।”
#WATCH | EAM Dr S Jaishankar speaks on the row over invitation cards to the G20 Summit, mentioning 'Bharat', India/Bharat debate
"India, that is Bharat – it is there in the Constitution. I would invite everybody to read it…When you say Bharat, in a sense, a meaning and an… pic.twitter.com/5tg6QTK86c
— ANI (@ANI) September 6, 2023
উল্লেখ্য, মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) কংগ্রেস দল দাবী করেছিল যে, জি-২০ নৈশভোজের আমন্ত্রণে প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছিল। তারপর থেকেই বিরোধী দলগুলি বিজেপিকে আক্রমণ করছে। বিরোধী দলগুলোর জোটের নামও ‘ইন্ডিয়া’। এই দলগুলো বলছে, ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে প্রেসিডেন্ট অফ ভারত’ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের তথ্য দিতে গিয়ে প্রাইম মিনিস্টার অফ ভারত’ কথা উল্লেখ করা হয়।
দেশের নাম কী সত্যিই বদলে যাবে?
কেন্দ্রীয় সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে। এই সময়ে, অনেক বিষয়ে আলোচনা হতে পারে, জল্পনা করা হচ্ছে যে, এই সময়ের মধ্যে মোদী সরকার সংবিধানের ১ অনুচ্ছেদে লেখা ইন্ডিয়া শব্দটি সরিয়ে দিয়ে সম্পূর্ণরূপে ভারত করতে পারে। এতে করে দেশের নাম সর্বত্র ইন্ডিয়ার বদলে ভারত হয়ে যাবে।
Facebook Comments