আমেরিকার সাথে ফের একটি সামরিক চুক্তি স্বাক্ষর করল ভারত, আর এবারের চুক্তি ৯০ কোটি ৫০ লক্ষ ডলারের। এবার ভারত চিনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, চিনের ভারত মহাসাগরে বেশী তাবেদারি বন্ধ করার জন্য এই কড়া পদক্ষেপ। ভারত এইবার ২৪ টি মাল্টি রোল রোমিও কপ্টার কিনতে চলেছে, যা শত্রু পক্ষের ডুবো জাহাজকে সহজেই খতম করে দিতে পারবে।
আসলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে, তা ট্রাম্পের ভারত সফর আসা কালীন হয়ে গেছে। আসলে অ্যাপাচে কপ্টার, ২৪ টি মাল্টি রোল এম এইচ ৬০ রোমিও অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। এখানেই শেষ না, আরও উন্নত সামরিক অস্ত্র কেনার চুক্তিও স্বাক্ষরিত হয়। এই অস্ত্র নির্মাতা সংস্হা লকহিড জানায়, এই যুদ্ধ হেলিকপ্টার নিয়ে বানানো নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ক্যাবিনেট কমিটির সাথে কথা হয়।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই হেলিকপ্টার কেনা নিয়ে চুক্তি পাকাপাকি ভাবে স্বাক্ষর হয়ে গেছে, আগামী বছরের মধ্যেই তা ভারতে এসে যাবে। আসলে এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত চিনের তাবেদারিকে এবার ঠান্ডা করতেই এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকার সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। যেভাবে চিন ভারত মহাসাগরে ডেরা জমিয়েছে, তাদের জবাব দিতেই ভারতের এই পদক্ষেপ।
এই যে মাল্টি রোল কপ্টার, এর কিন্তু দারুণ নিশানা, একেবারে নিখুঁত। জলের নিচে থাকা শত্রু পক্ষের সাবমেরিনকে সহজেই খতম করে দেওয়ার ক্ষমতা রাখে এই মাল্টি রোল রোমিও কপ্টার।
এর চোখ থেকে বাঁচতে পারবে না কেউ, জলের নিচের যেকোনো শিকারি কে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই কপ্টার। এর গুণ একটা নয়, অনেকগুণ আছে এই হেলিকপ্টারের। এর মধ্যে ক্ষেপণাস্ত্র বহণ করা যায়। ৩০ টি এমকে ৫৪ টর্পেডো, ৩৮ রকমের উন্নত প্রযুক্তির অস্ত্র বাহী রকেট। এমনকি সাথে রাখা যায় মেশিনগানও।
পরের বছরেই ভারতে আসবে ২৪টি মাল্টি রোল রোমিও কপ্টার

Facebook Comments