বিশ্বকাপ ফুটবলের এই ভরা মরসুমে ক্রিকেট যেন কিছুটা প্রচার হারিয়েছে। তাই তো ভারত এবং ইংল্যান্ড টি- টোয়েন্টি ম্যাচ ঘিরেও যেন উন্মাদনার প্রচণ্ড অভাব। যদিও উন্মাদনের অভাবের মাঝেই আসল কাজটি করে ফেললেন বিরাট কোহলি এবং তার টিম। ইংল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাদের ৮ উইকেটে হারাল ভারত। ভারতের হয়ে অপরাজিত সেঞ্চুরি করলেন কে এল রাহুল। এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৫৯ রান তোলে। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন বাটলার (৪৬ বলে ৬৯)। এছাড়া ইংল্যান্ডের ইনিংসে আর সেই ভাবে কেউ নজর কাড়তে পারেনি। তবে নজর কাড়লেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ইংল্যান্ডের মাটিতে প্রথমবার ভারতীয় সিনিয়র টিমের জার্সি গায়ে খেলতে নেমেছিল কুলদীপ। আর প্রথম ম্যাচেই ৫ টি উইকেট নিলেন তিনি। মূলত তার বোলিং এর দাপটেই ইংল্যান্ডকে ১৫৯ রানের মধ্যে বেঁধে রাখা গেল। ব্যাট করতে প্রথম ওভারেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। তবে রাহুলের ৫৪ বলে অপরাজিত ১০২ এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ২২ বলে ২০ রানের সৌজন্যে ১৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
ছবি সৌজন্যে- ফাস্টপোস্ট
Comments