একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। উত্তেজক ম্যাচে শেষ মুহূর্তের লড়াইয়ে জিতল ভারত। ফল ৪-৩। রুপিন্দর পাল সিংহ ৫০ মিনিটে ভারতের হয়ে ২-১ করেন পেনাল্টি কর্নার থেকে। বরুণ কুমারের পেনাল্টি কর্নার ও মনদীপ সিংহর ফিল্ড গোলে শেষ হয় এ দিনের খেলা। পেনাল্টি কর্নার নষ্ট করে ভারত। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে লড়াই পৌঁছয় চূড়ান্ত জায়গায়। ইংল্যান্ডের হয়ে তিনটি গোল করেন ডেভিড কন্ডন, লিয়াম আনসেল ও স্যাম ওয়ার্ড।ভারতের হয়ে গোল করলেন মনপ্রীত সিংহ, রুপিন্দর পাল সিংহ, বরুণ কুমার ও মনদীপ সিংহ। বুধবার গোল্ড কোস্টে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেইখানেই জয় ভারতের।
ছবি সৌজন্যে : হকি ইন্ডিয়া ফেসবুক পেজ
Comments