কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ লক্ষ ৯৬ হাজার ৭৬৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৯৮ জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৭৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যাটি ৮ হাজার ৫৪৪ কমেছে। দেশে এখন মোট রোগীর মধ্যে মাত্র ৩.৭১ শতাংশের চিকিত্সা চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৫২৮ জন। ফলে, ভারতে এখন মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২ লক্ষ ৯০ হাজার ৮৩৪। দেশে সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৪.৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের মৃত্যু হয়েছে ভারতে কোভিডে। এর ফলে এ দেশের মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪১ হাজার ৭৭২। দেশে মৃত্যুহার বর্তমানে ১.৪৫ শতাংশ রয়েছে। ত ২৪ ঘণ্টায় ভারতে ৮ লক্ষ ৭২ হাজার ৪৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে শুক্রবার ভারতে দৈনিক সংক্রমণের হার ছিল ৩.৩৬ শতাংশ। ভারতে এখনও পর্যন্ত মোট ১৫ কোটি ১৬ লক্ষ ৩২ হাজার ২২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৬.৪৬ শতাংশ মানুষ আক্রান্ত।
দেশের দৈনিক কোভিড🦠 আপডেট ১১ ডিসেম্বর ২০২০

Facebook Comments