গত ২৪ ঘণ্টায় ৯৬, ৫৫১ জন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৫,৬২,৪১৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার প্রকাশিত করোনা আপডেটে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,২০৯ জনের। যা গড়ে প্রতিঘণ্টায় ৫০ জনেরও বেশি। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬,২৭১ জনে দাঁড়িয়েছে। মৃতের হার ১.৬৭ শতাংশ। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৯,৪৩,৪৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৫,৬২,৪১৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০,৮৮০ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৭৭.৬৫%।
শেষ ২৪ ঘণ্টায় ভারতে ১১,৬৩,৫৪২ জনের কোভিড-নাইনটিন পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি। শনাক্ত হয়েছে ২ কোটি ৮৩ লক্ষর বেশি। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের নাম।
দেশের দৈনিক কোভিড🦠 আপডেট ১১ সেপ্টেম্বর ২০২০

Facebook Comments