কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১ লক্ষ ৬৯ হাজার ১১৮। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭৩ জন। সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৬৬৭। অর্থাত্ দেশে মাত্র ২.৭৬ শতাংশ কোভিডরোগী বর্তমানে চিকিত্সাধীন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৭৪ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮ জন। দেশে এখন সুস্থতার হার রয়েছে ৯৫.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৫১ জনের। এর ফলে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৪৩ জনের। এর ফলে দেশে এখন মৃত্যুহার রয়েছে ১.৪৪ শতাংশ। ২৬ ডিসেম্বর পর্যন্ত ভারতে মোট ১৬ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ২৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৬.০৮ শতাংশ মানুষ আক্রান্ত।
একনজরে রাজ্যগুলোর কোভিড আপডেট
দেশের দৈনিক কোভিড🦠 আপডেট ২৬ ডিসেম্বর ২০২০

Facebook Comments