কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৬৩। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৯৫ জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৬ হাজার ৮২ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যাটি ৬ হাজার ৮৬১ কমেছে। দেশে এখন মোট রোগীর মধ্যে মাত্র ৪.৩৪ শতাংশের চিকিত্সা চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৭১৬ জন। ফলে, ভারতে এখন মোট সুস্থ হয়ে উঠেছেন ৯০ লক্ষ ১৬ হাজার ২৮৯। দেশে সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৪.১৯ শতাংশ। শুক্রবারও ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি বৃহস্পতিবার বেশ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪০ জন। এর ফলে দেশে এখন কোভিডে মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৩৯ হাজার ১৮৮। ভারতে এখন মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৪৫ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কিন্তু ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লক্ষ ৭০ হাজার ১০২টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে শুক্রবার ভারতে দৈনিক সংক্রমণের হার ছিল ৩.১২ শতাংশ। ভারতে এখনও পর্যন্ত মোট ১৪ কোটি ৪৭ লক্ষ ২৭ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৬.৬১ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন।
দেশের দৈনিক কোভিড🦠 আপডেট ৪ ডিসেম্বর ২০২০

Facebook Comments