কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ৯৩২। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৮ জন। এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ২৭ হাজার ৫৪৬। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ৪৯০ জন। বর্তমানে দেশে মাত্র ২.১৯ শতাংশ কোভিডরোগী বর্তমানে চিকিত্সাধীন। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাত্ এখন দেশে প্রতি ১০০ টেস্টে দৈনিক আক্রান্ত হচ্ছেন গড়ে ২ জন।
গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩১ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ১.৯৪ শতাংশ। একই ভাবে ক্রমশ কমছে সামগ্রিক সংক্রমণের হারও। ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ১৭ কোটি ৭৪ লক্ষ ৬৩ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৫.৮৪ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ হাজার ৩১৪ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৭২ জন। বর্তমানে ভারতে সুস্থতার হার রয়েছে ৯৬.৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৬৪ জনের।ফলে এখনও পর্যন্ত ভারতে কোভিডে মৃত্যু হল ১ লক্ষ ৫০ হাজার ১১৪ জনের। ভারতে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৪৪ শতাংশ।
দেশের দৈনিক কোভিড🦠 আপডেট ৬ জানুয়ারি ২০২১

Facebook Comments