ভারতীয় ব্যাডমিন্টন তারকা কিদম্বি শ্রীকান্ত বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সাম্প্রতিক ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে পিছনে ফেলে অনন্য নজির গড়লেন শ্রীকান্ত। বৃহস্পতিবার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে সাম্প্রতিকতম তালিকা প্রকাশ করা হয়। সেখানে শ্রীকান্ত ৭৬৮৯৫ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ স্থানে আছেন। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন অনেকটাই পিছিয়ে।
এর আগে ২০১৫তে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল বিশ্ব তালিকায় এক নম্বরে পৌঁছানোর গৌরব অর্জন করেছিলেন। শ্রীকান্ত হলেন দ্বিতীয় ভারতীয় যিনি একই কৃতিত্ব গড়লেন। ভারতীয় পুরুষদের মধ্যে শ্রীকান্তই প্রথম। শ্রীকান্তের কোচ পুল্লেলা গোপীচাঁদ, যিনি সাইনা নেওয়ালেরও কোচ। গোপীচাঁদের হায়দ্রাবাদের অ্যাকাডেমি থেকেই এই দুই ব্যাডমিন্টন নক্ষত্রের জন্ম।
শ্রীকান্তরা বর্তমানে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রয়েছেন। গোল্ড কোস্ট থেকে গুরু গোপীচাঁদ বলেছেন শ্রীকান্তের এই সাফল্যে তিনি গর্বিত। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ভারতীয় ব্যাডমিন্টনে এটা একটা বিরাট কৃতিত্ব। গোপীচাঁদ বলেন, ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এখন পুরুষদের এক নম্বর স্থানও আমাদের দখলে। বিশ্বের সেরা হিসাবে স্থান পেয়ে শ্রীকান্তের একটা লক্ষ্য পূরণ হয়েছে। পরবর্তী টুর্নামেন্টগুলিতে শ্রীকান্ত আরও মনোনিবেশ করতে পারবেন বলেও আশাবাদী তাঁর কোচ।
ছবি সৌজন্যেঃ India Today
Comments