কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে এন ৯৫ মাস্ক ব্যবহার না করাই ভালাে। এই ধরনের মাস্কে রেসপিরেটর থাকায় করােনা আক্রান্ত ব্যক্তি এই মাস্ক ব্যবহার করলে তার থেকে করােনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার ইন্দোর এই প্রশাসন ভালভ যুক্ত মাস্ক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন। তবে হেলথ অফিসিয়াল এবং মেডিক্যাল স্টাফরা এই মাস্ক ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন কালেক্টর মনীষ সিং । এই নির্দেশ জাতে কার্যকরী হয় , তা দেখতে পুর আধিকারিক এবং পঞ্চায়েত কর্মীদের নির্দেশ দিয়েছেন ইন্দোরের কালেক্টর । এই মাস্ক পরে কাউকে বাইরে বেরােতে দেখলে সঙ্গে সঙ্গেই তাকে ১০০ টাকা জরিমানা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এবার ভালভ যুক্ত মাস্ক পড়লেই জরিমানা

Facebook Comments