আজ থেকে শুরু আইপিএল ১১ র নিলাম। ব্যাঙ্গালোরের রিটজ কার্লটন হোটেলে বসবে এই নিলামে আসর। আজ সারাদিন এবং কালকেও চলবে এই নিলাম। মোট ৫৭৮ জন খেলোয়াড় নিলামে উঠবেন এবারে। এবছর নিলামে টিম প্রতি ক্যাপ ৬৬ কোটি থেকে বাড়িয়ে ৮০ কোটি করা হয়েছে। টিমের প্লেয়ারের সংখ্যাও ২৫ থেকে বাড়িয়ে ২৭ জন করা হয়েছে।
ছবি সৌজন্যে- আইপিএল ইন্সটাগ্রাম
Comments