২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। এই বিশেষ দিনটি এ বার রাজ্যে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালিত হবে। সোমবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে বৈঠকে ২৩ জানুয়ারি ও সারা বছর নেতাজির জন্মবার্ষিকী কীভাবে পালন করা যেতে পারে তার নকশা এঁকে দিলেন তিনি।
গোটা দেশ তথা রাজ্যের নেতাজি অনুরাগীদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, ২৩ জানুয়ারি নেতাজির জন্মলগ্নে (বেলা ১২টা ১৫ মিনিট) শঙ্খ বাজানো বা উলুধ্বনি দিয়ে উদ্যাপন করা হোক। মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, ‘ওই দিন (২৩ জানুয়ারি) আমরা ঠিক ১২টায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত হয়ে যাব। নেতাজির যে জন্ম সময় অর্থাত্ দুপুর ১২টা ১৫-তে সারা বাংলা জুড়ে সাইরেন বাজবে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মিছিল শুরু হবে। রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশে শেষ হবে মিছিল। পুলিশের ব্যান্ড থাকবে।’
Facebook Comments