Latest News

সহজেই দূর করুন নখ থেকে হলুদের দাগ What's New Life আমাদের উচিত নিজেদের দেশীয় পণ্যের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া : কঙ্গনা What's New Life সফল ভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ ইসরোর চন্দ্রজান ২-র What's New Life ভারতের উত্তরাঞ্চলের ভারী বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত নিহত ৫৮ What's New Life কাঠমান্ডুতে গাছ কেটে নতুন এয়ারপোর্ট তৈরিতে প্রতিবাদ What's New Life আরও তিন বছর​ ​মেয়াদ​ বৃদ্ধি​ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার What's New Life বালাকোটের পর যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম : বিপিন রাওয়াত What's New Life মোদির সঙ্গে কথা বলার পর ইমরান খানকে ফোন ট্রাম্পের What's New Life ED summons P Chidambaram this week in Air India case​ What's New Life SERAFINA’S MOREISH WEEKDAY LUNCH COMBO TO MAKE YOUR WEEKDAY FEAST A GRAND ONE! What's New Life
নেশাগ্রস্ত বলিউড তারকাদের ভিডিও ভাইরাল

বলিউডে তারকাদের প্রিয় মানুষ হিসেবে সুপরিচিত করণ জোহর। যে কারো কোনো আপদে বিপদে তিনি পাশে থাকেন। প্রায়ই নিজের বাড়িতে আয়োজন করেন বিভিন্ন ধরনের পার্টি। সেই সব পার্টিতে হাজির হন বলিউডের স্টার-মেগাস্টাররা।​ সম্প্রতি তেমনই একটি পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেখানে হাজির হয়েছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরি, শহিদ কাপুর, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, মালাইকা অরোরা, শ্রদ্ধা কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, কৃতী স্যানন​ সহ একঝাঁক তারকা।​ সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। সেটি ভাইরাল হয়েছে মুহূর্তেই। অনেকেই ভিডিওতে মাতাল তারকাদের দেখে তাদের কড়া সমালোচনায় মেতেছেন।​ ভিডিওটি প্রকাশ্যে আসতেই করণকে এক হাত নিয়েছেন শিরোমণি আকালি দলের বিধায়ক মজিন্দর শিরসা। বিধায়কের দাবি, নেট দুনিয়ায় করণ জোহর যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমসারির সেলেবরা সবাই নেশাগ্রস্ত। মাদক সেবন করে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা।

বলিউডের এই​ তারকারা প্রত্যেকেই পাবলিক ফিগার। তাই তাদের এমন নেশাগ্রস্ত অবস্থায় ক্যামেরার সামনে আসা উচিত নয় বলে দাবি তার। ফলে অগণিত ভক্তের কাছে খারাপ বার্তাই পৌঁছাচ্ছে।​ টুইটারে তিনি লিখেছেন, ‘অবাস্তব বনাম বাস্তব। দেখুন কীভাবে বলিউড তারকারা গর্বের সঙ্গে নিজেদের নেশাতুর অবস্থা তুলে ধরেছেন। মাদক সেবনের বিরুদ্ধে আমি সরব হলাম। আপনারাও যদি শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহর, ভিকি কৌশলকে দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে রিটুইট করুন।’

যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে করণদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন, ‘সেই সন্ধ্যায় আমার স্ত্রীও পার্টিতে ছিল। কেউই মাদক সেবন করেননি। মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন। যাদের আপনি চেনেন না, তাদের ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করবেন না। আমার মনে হয় এ বিষয়ে আপনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার সাহস দেখানো উচিত।’​ ভিডিওটি নিয়ে নেটিজেনদের অনেকের দাবি, ‘দেখে মনে হচ্ছে সামান্য একটা মদের পার্টি।’​ অনেকে আবার বিধায়কের সুরে সুর মিলিয়ে সেলেবদের নিন্দা করেছেন। তবে আরও একটা বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। পার্টিতে দীপিকা থাকলেও ছিলেন না রণবীর সিং। এদিকে রণবীর কাপুরের পাশে দেখা যায়নি বান্ধবী আলিয়া ভাটকেও। জানা গেছে, নিজের নিজের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তারা।

View this post on Instagram

Saturday night vibes

A post shared by Karan Johar (@karanjohar) on

ছবি সংগৃহিত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Super 30 The Lion King Mission Mangal Batla House শান্তিলাল ও প্রজাপতি রহস্য প্যান্থার সামসারা Once Upon a time in Hollywood Fast and furious: Hobbs and Shaw
What's New Life
Inline
Inline