ব্যস্ততার দিনে নিজেদেরকেই হারাতে বসেছি সকলে। যান্ত্রিক মানবে পরিনত হচ্ছি। আমাদের ভবিষ্যৎ ? না নিজের ভবিষ্যৎ এর কথা বলছি না শুধু। ভেবে দেখুন তো পরের প্রজন্মকে কি দিচ্ছি আমরা? নিজেদের ব্যস্ততার জীবনকেই আরও একধাপ এগিয়ে উপহার দিচ্ছি না? চারপাশটাকে আর আমরা ভালো ভাবে উপভোগ করিনা। ছোটবেলার কাটানো সময় গুলো হারিয়ে গেছে। হারিয়ে গেছে টিনটিন, মোগলি, টম অ্যান্ড জেরি, ঠাকুমার ঝুলি।
“স্কুলের ব্যাগটা বড্ড ভারি আমরা কি আর বইতে পারি” এই গানের সঙ্গে তাল মিলিয়ে চলছে আজকের প্রজন্ম। আমরা কি ওদের জন্য একটু বেশি ভাবতে পারিনা? পড়াশোনাও হয়ে উঠতে পারে অনেক বেশি আনন্দের। অডিও ভিসুয়ালী পড়াশোনা করানো জেতে পারে। অবাক হচ্ছেন! ভাবছেন এই শহরের কিভাবে সম্ভব? কলকাতার নানা জায়গায় ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর ৬ টি অডিটোরিয়ামে দেখানো হবে ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়ার্নমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
সারা বিশ্বের মোট ১১৬ টি দেশ থেকে আসা ছবির মধ্যে কিছু ছবি বাছা হয়েছে। ৬ টি ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া হয়েছে এই ছবি গুলিকে। তার মধ্যে যেমন রয়েছে নামকরা ডিরেক্টরদের বানানো কিছু ছবি, তেমন রয়েছে ছাত্র ছাত্রীদের বানানো ছবিও।
যে ৬টি অডিটোরিয়াম বেঁছে নেওয়া হয়েছে সেই গুলি হল ইন্ডিয়ান মিউজিয়াম, গোর্কি সদন, রোটারি সদন, ঐকতান অডিটোরিয়াম, ভারতীয় ভাষা পরিষদ, পুর্বশ্রী অডিটোরিয়াম।
পৃথিবীর হরেক রকম প্রাণী, জন্তু, এমনকি আমাদের কাল্পনিক চরিত্ররাও থাকবে এই কটাদিন।
শনিবার হয়ে গেল তারই সাংবাদিক বৈঠক। উপস্থিত ছিলেন অশ্বিকা কাপুর, (গ্রিন অস্কার বিজয়ী), অভিনেতা চিরঞ্জিত, আদিত্যলাল মুখোপাধ্যায়। এই সন্ধ্যে বেলায় নানা ছোট ছোট ঘটনার কোলাজ দিয়ে সেজে উঠল প্রেস ক্লাব।
এই ফিল্ম ফেস্টিভ্যাল এ ছবি দেখার জন্য কোন প্রবেশ মূল্য লাগবে না। শুধু বুকিং করে রাখুন আপনার জায়গা। ৯৮৩০৭৬৭০৩৫ ও ৯৮৩০২২৬৮৯৮ এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং কে আই ডব্লিউ ই এফ এফ (KIWEFF) অফিসিয়াল পেজ নজর রাখতে পারেন।
Photograph by- Rainak Dutta
Facebook Comments