বিমানবিভ্রাট যেন কিছুতেই পিছু ছাড়ছে না লালহলুদের। গতকাল দিল্লী থেকে গোয়াগামী বিমানও প্রায় আটঘন্টা দেরীতে গোয়া পৌছোয়। দিল্লী থেকে গোয়ার বিমানটির মুম্বই বিমানবন্দর ছুঁয়ে গোয়াতে আসার কথা ছিল । নির্ধারিত সূচী অনুয়ায়ী গোয়াতে এসেও খারাপ পরিবেশের জন্য বিমানটি মুম্বই ফিরে যায়। মুম্বই থেকে সন্ধ্যেবেলা গোয়াতে আসে ইস্টবেঙ্গল। এই ক্লান্তি কাটাতে আজ প্রথম একাদশে খেলা ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন খালিদ জামিল। তবে, বেনৌলিয়ামের মাঠে সুরাবুদ্দিন, ব্র্যান্ডন, মিরশাদ, রফিক, চুল্লোভা, রাহুলরা অনুশীলন করেন। এছাড়া, গোয়াতে ক্রিসমাসের ছুটি কাটাতে আসা দুই ফুটবলার রিচার্ড কোস্টা ও গ্যাব্রিয়াল ফার্নান্ডেজও অনুশীলনে যোগ দেন। হোটেলের জিমে অর্ণব, সালাম, প্রকাশ সরকার, বাজ্জো, চার্লসদের ঘাম ঝড়াতে দেখা যায় ।
এদিকে প্লাজাকে চোটমুক্ত করে মাঠে ফেরাতে তৎপর লালহলুদ ব্রিগেড । আজ সুইমিং পুলে দীর্ঘক্ষণ অভিনব ফিজিক্যাল ট্রেনিং করানো হয় ট্রিনিদাদ টোবাগোর এই বিদেশীকে । যদিও প্লাজা নিজে বললেন , ‘ হালকা ব্যাথা আছে , চারদিন সময় আছে এখনও । আশা করছি চার্চিল ম্যাচেই মাঠে নামতে পারব ।’ গোয়ার গরমও চিন্তার কারণ লালহলুদের । কাটসুমির মতে , ‘ ইম্ফল আর দিল্লীতে তাপমাত্রা দশের নিচে ছিল । এখানে প্রায় ত্রিশ ডিগ্রীর কাছাকাছি । তাই দ্রুত এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে । চারচিল নিজেদের মাঠে খেলবে , ওদের হোম অ্যাডভান্টেজ নিতে দেওয়া যাবে না । যদিও আমাদের দলেও দৌড়ানোর ফুটবলার আছে ‘
হোটেলের লবিতে দাড়িয়ে এডু বলেন , ‘ চার্চিল আমাদের বিরুদ্ধে হোমম্যাচে খুব ভাল খেলেছে । তাই ওদেরকে হালকা ভাবে নিচ্ছি না । আজকের বিশ্রামটা খুব দরকার ছিল ।এই অ্যাওয়ে ম্যাচ থেকেও তিনপয়েন্ট দরকার । আমরা তৈরী , মাঠে স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই জিতব । ‘ বহুদিন পর মাঠে ফিরে লোবো জানালেন , ‘ প্রথম একাদশে খেললে আত্মবিশ্বাস বাড়ে । এটা দলের পক্ষেও ভাল । তবে , এখন আমরা দলগতে সংহতিতে বিশ্বাসী । যেই খেলুক , দিনের শেষে তিনপয়েন্টটাই আসল । চার্চিল এই মুহূর্তে ভাল খেলছে । ওদের হারানোর জন্য নিজেদেরকেও ছাপিয়ে যেতে হবে । ‘
Photograph by- নিজস্ব প্রতিনিধি
Facebook Comments