রাজ্য সরকারের প্যানেলের আইনজীবী সঞ্জয় বসু ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন এবং সুরক্ষা চেয়ে একটি পিটিশন দায়ের করেছেন। মঙ্গলবার হাইকোর্ট তাকে মামলা করার অনুমতি দেন। জরুরী ভিত্তিতে সঞ্জয় বসুর আবেদনের শুনানি হবে। বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঞ্জয় বসু জাল আর্থিক প্রতিষ্ঠানের অনেক মামলার একজন আইনজীবী। সূত্রের দাবী, তিনি ইডি-র স্ক্যানারে রয়েছেন।
এর আগে ১ মার্চ তাকে সারাদিন বাড়িতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২৩ ঘণ্টা ধরে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। বুধবার, সঞ্জয় বসুকে আবার সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে তলব করা হয়েছিল। এখন ওই নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতে গেছেন সরকারি প্যানেলের আইনজীবীরা।
সঞ্জয় বসুর অভিযোগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার সমন পাঠিয়ে তাঁকে হেনস্থা করছে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি করেন তিনি। আদালতের কাছে দুদিনের সময় চেয়েছে ইডি। বিচারপতি ইডির আর্জি খারিজ করে দেন। আগামীকাল বুধবার সকালে এই মামলার শুনানি হবে। কাকতালীয়ভাবে, সঞ্জয় বোসের বাড়ি থেকে ইডি অনেক নথি নিয়ে গিয়েছিল।
এর সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা নিজেই বলেন, “আমার সরকারি আইনজীবী সঞ্জয়। তার কাছে অনেক সরকারি কাগজপত্র রয়েছে। কেস পেপার আছে। ২৩ ঘন্টা পর্যন্ত তল্লাশি চলছে। ভাবতে করতে পারেন? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়? তিনি আমারও আইনজীবী, আমার সরকারের আইনজীবী।”
বুধবার ইডি জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় বসুকে তাঁর অফিসে ডেকেছিল। সঞ্জয় শঙ্কিত ছিল যে তাকে জিজ্ঞাসাবাদের দিন গ্রেপ্তার করা হতে পারে। এটি এড়াতে তিনি হাইকোর্টে আপিল করেন। সঞ্জয় বসুর আইনজীবী সপ্তাংশু বোস দাবী করেছেন যে রাজ্যের আইনজীবী শেল আর্থিক প্রতিষ্ঠানের একাধিক মামলায় তাঁর মক্কেল। সেই কারণেই বারবার সঞ্জয়কে সমস্যায় ফেলছে ইডি। জাল আর্থিক বিনিয়োগ সংস্থার মামলার তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই আলিপুরে সঞ্জয় বসুর বাড়িতে হানা দিয়েছে। ইডি সূত্রের দাবী, প্রায় ২৩ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর সঞ্জয়ের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে।
Facebook Comments