Latest News

রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধ এফআইআর রেজিস্টার করল সিবিআই What's New Life দেশ ও রাজ্যের কোভিড🦠 আপডেট ৬ই আগস্ট What's New Life আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস-মিনিবাসের কর মকুব What's New Life প্রকাশ্যে সুশান্তের কল রেকর্ড What's New Life করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী What's New Life গুজরাটে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু What's New Life মুম্বাইয়ে উদ্ধার আরো এক তারকার ঝুলন্ত মৃতদেহ What's New Life চলবে ভারী বৃষ্টি 🌧️ দক্ষিণবঙ্গেও : আবহাওয়া দপ্তর What's New Life মুম্বাইয়ে শেষ ১২ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত 🌧️ What's New Life বন্ধ হতে চলেছে গুগল প্লে মিউজিক What's New Life

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানান অমলা শঙ্করের নাতনি শ্রীনন্দা শঙ্কর। গতমাসেই কন্যা মমতা শঙ্করের রাজডাঙ্গার বাড়িতে পালিত হয়েছিল এই কিংবদন্তি নৃত্যশিল্পীর ১০১ তম জন্মদিন। আজ সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অমলা শঙ্করের। বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন অমলা শঙ্কর। শুক্রবার (২৪ জুলাই) সকালে কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন উদয় শঙ্কর (কিংবদন্তি নৃত্যশিল্পী) পত্নী।
অমলা শঙ্কর-শ্রীনন্দাঅমলা শঙ্করের দেখানো পথেই এগিয়েছেন গোটা বিশ্বের অসংখ্য নৃত্যশিল্পী। অমলা শঙ্করের নৃত্য পরম্পরায় সমৃদ্ধ হয়েছে বাংলার সংস্কৃতি।

১৯১৯ সালের ২৭ জুন যশোর জেলায় জন্মগ্রহণ করেন অমলা শঙ্কর। অবশ্য তখন তিনি ছিলেন অমলা নন্দী। মাত্র ১১ বছর বয়স থেকেই মঞ্চে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে শুরু করেন অমলা। ১৯৩১ সালে প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশ নিতে ফ্রান্সের রাজধানীতে গিয়েছিলেন অমলা। সেখানেই আলাপ উদয় শঙ্করের সঙ্গে। তারপর থেকেই উদয় শঙ্করের কাছ থেকে নাচের তালিম নেওয়া শুরু করেন তিনি। ঘুরে বেড়িয়েছেন দেশে-বিদেশে। ১৯৪২ সালে গুরু উদয় শঙ্করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমলা শঙ্কর। বিশ্বের অন্যতম চর্চিত নৃত্যশিল্পী দম্পতি হয়ে উঠেন উদয় শঙ্কর ও অমলা শঙ্কর। উদয় শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’তে উমার চরিত্রে অভিনয় করেছিলেন অমলা শঙ্কর। ২০১২ সালে এই ছবি প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে। সেখানে অংশ নিয়েছিলেন অমলা শঙ্কর।

গত জুনেই নিজের ১০১ তম জন্মদিন পালন করেন কিংবদন্তি এই নৃত্যশিল্পী। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার অমলা শঙ্করকে বঙ্গ বিভূষণ পুরষ্কারে ভূষিত করেন৷ শেষবার অমলা শঙ্করকে মঞ্চে দেখা গেছে ২০১১ সালে। ৯২ বছর বয়সে ‘সীতা স্বয়ম্ভর’ নৃত্যনাট্যে অভিনয় করেছিলেন তিনি। রাজা জনকের চরিত্রে দেখা মিলেছিল তার। সেই বছরই আরেকটি নৃত্যনাট্যে ‘মিসিং ইউ’তেও অংশগ্রহণ করেন তিনি। নাচের পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসতেন অমলা শঙ্কর। তবে কোনওদিন তুলি দিয়ে ছবি আঁকেননি তিনি। হাত দিয়েই ক্যানভাসে রঙ ছড়াতেন তিনি। তার কিছু চিত্র ‘লাইফ অব বুদ্ধ’ এবং ‘রামলীলা’র মতো নাটকে ব্যবহৃত হয়েছে। অমলা শঙ্করের মৃত্যুতে একটা যুগের অবসান হল। তিনি রেখে গেলেন মেয়ে মমতা শঙ্কর, পুত্রবধূ তনুশ্রী শঙ্কর ও নাতনি শ্রীনন্দা শঙ্করকে। লেজেন্ডারি নৃত্যগুরু উদয় শঙ্করের ঘরানাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করে চলেছেন তারা।

Facebook Comments

KOLKATA WEATHER
Thappad Shubh Mangal jyada Saavdhan Bhoot Love Aaj Kal Porshu Love Aaj Kal (लव आज कल 2) Professor Shonku Bombshell The Grudge অসুর রবিবার Sanjhbati
What's New Life