বৃহস্পতিবার ভোরের আগে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বেলা বাড়লেও ঘন কালো মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। তা বহাল থাকায় বৃহস্পতিবার পর্যন্ত জেলেদের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিম্নচাপের কারণে বৃষ্টির কারণে অফিসগামীরা সমস্যায় পড়তে পারেন। দক্ষিণবঙ্গে স্বভাবতই প্রশ্ন উঠছে, আর কত দিন চলবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৬ তারিখ থেকে বৃষ্টি পুরোপুরি কমে যাবে। তবে তার আগেই ২৩ তারিখ থেকে স্বস্তি পাবে বাংলার মানুষ। অর্থাত্ আজ ও আগামীকাল কলকাতা ও অন্যান্য জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের কোথাও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এখনকার মতোই গরম থাকবে।
বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও ভিজতে চলেছে বৃষ্টিতে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি পাঁচটি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Facebook Comments